Kode Iklan atau kode lainnya

প্রাথমিকে ১০ কোটি, আপার প্রাইমারিতে ৩০ কোটি, টেট পাশ করতে ৩ কোটি! বিরাট দুর্নীতির স্বীকারোক্তি প্রকাশ্যে

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। এবার বড় মন্তব্য করলেন তিনি। ১০ শতাংশ কমিশন পেয়েছি, জেরায় জানালেন কুন্তল, বাকি ৯০ শতাংশ গেল কোথায়? উঠছে প্রশ্ন।

ইডি-র দাবি, জেরায় কুন্তল স্বীকার করেছেন, তিনি টাকা নেননি। টাকা নিয়েছেন অন্য কেউ। কুন্তল নিজে ১০ শতাংশ কমিশন পেয়েছেন মাত্র। এমনকী কোন ক্ষেত্রে মোট কত করে ঘুষ নেওয়া হয়েছে তাও জানিয়েছেন কুন্তল। তার প্রতিটি সংখ্যাই চমকে দেওয়ার মতো।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম – দশম, একাদশ – দ্বাদশে শিক্ষক নিয়োগ ও গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগের জন্য টাকা তোলা হয়। রাতভর জেরার পর ইডি সূত্রে জানা গিয়েছে, জেরায় কুন্তল জানিয়েছেন, শিক্ষ নিয়োগের জন্য নেওয়া টাকার মাত্র ১০ শতাংশ কমিশন পেয়েছেন তিনি। বাকি ৯০ শতাংশ নিয়েছেন অন্য কেউ। তবে সেটা কে তা এখনো প্রকাশ্যে আনেনি ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জেরায় কুন্তল জানিয়েছেন, প্রাথমিকে চাকরির জন্য মোট ১০ কোটি ৪৮ লক্ষ টাকা, আপার প্রাইমারির জন্য ৩০ কোটি ৩১ লক্ষ টাকা ও ২০১৪ সালের টেট পাশ করানোর জন্য মোট ৩ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছিল। এছাড়া 

তদন্তকারীরা জানাচ্ছেন, কুন্তলের কাছ থেকে আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। যাদের কাছে গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা। এখন তাদের ব্যাপারে বিস্তারিত জানার প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা।

close