Kode Iklan atau kode lainnya

অবাক কান্ড : রাজ্যে ৪৬৮ কলেজের ২৫০টি চলছে ন্যাক অনুমোদন ছাড়া, তীব্র আশঙ্কা

অবাক কান্ড : রাজ্যে ৪৬৮ কলেজের ২৫০টি চলছে ন্যাক অনুমোদন ছাড়া, তীব্র আশঙ্কা

নিউজ ডেস্ক: রাজ্যে ৪৬৮ কলেজের ২৫০টি চলছে ন্যাক অনুমোদন ছাড়াই। কেন্দ্রীয় সরকারি অনুদান বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের অর্ধেকের বেশি কলেজে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (ন্যাক) অনুমোদন নেই। সেভাবেই বছরের পর বছর ধরে চলছে পঠনপাঠন। 

কিন্তু আর বেশি দিন নয়। আগামী দিনে ন্যাক মূল্যায়ন না হলে আটকে যেতে পারে কেন্দ্রীয় সরকারি অনুদান। এমনই আশঙ্কা উচ্চশিক্ষা দপ্তরের কর্তা থেকে শিক্ষক, সব মহলের।

রাজ্যে সরকারি ও সরকার পোষিত কলেজের সংখ্যা ৪৬৮। উচ্চ শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় ২৫০টি বিনা ন্যাক অনুমোদনে চলছে। সেই তালিকায় থাকা ১৩৯টি কলেজ ন্যাক মূল্যায়নের জন্য কোনওদিন আবেদন পর্যন্ত করেনি। বাকিদের মেয়াদ কয়েক বছর আগে শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারা নতুন করে আর্জি জানায়নি। 

রাজ্যে সরকারি ও সরকার পোষিত কলেজের সংখ্যা ৪৬৮। উচ্চ শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় ২৫০টি বিনা ন্যাক অনুমোদনে চলছে। সেই তালিকায় থাকা ১৩৯টি কলেজ ন্যাক মূল্যায়নের জন্য কোনওদিন আবেদন পর্যন্ত করেনি। বাকিদের মেয়াদ কয়েক বছর আগে শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারা নতুন করে আর্জি জানায়নি। 

কলেজগুলি যাতে দ্রুত সেই আবেদন জানায়, তার জন্য সম্প্রতি একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ এতদিন এব্যাপারে হাত গুটিয়ে বসেছিল কেন? প্রশ্ন তুলছেন দপ্তরের কর্তারাই। 

close