Kode Iklan atau kode lainnya

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, প্রাথমিক, উচ্চপ্রাথমিক এবং মাদ্রাসায় শিক্ষকের শূন্যপদ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

 অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে এই মুহূর্তে শিক্ষকতার চাকরিতে ঠিক কত শূন্যপদ রয়েছে মঙ্গলবারের মধ্যে রাজ্য সরকারের কাছে বিচারপতি জানতে চাইলেন। 

আজ, সোমবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা উঠতে চলেছে। তাঁর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মামলা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ঘনিষ্ঠ ১০ জনের চাকরি পাওয়া। একই পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত ১০ জন, এরা সবাই নাকি প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন। সেই নাম তালিকা দিয়ে কলকাতা হাইকোর্টে জমা করা হলফনামায় উঠে এসেছে সেই পরিবারের এক পুলিশ কর্মী সদস্যের নাম। সেই পুলিশকর্মী আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী, নাম বিশ্বম্ভর মন্ডল।

ধারাবাহিকভাবে শাসকদলের নেতামন্ত্রীরা বলছেন, আদালতের জটিলতার কারণেই চাকরি দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে এদিন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাদ্রাসা এবং হাই মাদ্রাসা—এই সব মিলিয়ে রাজ্যে ঠিক কত শূন্যপদ রয়েছে, তা আগামী কালের মধ্যে জমা দিতে হবে।

কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বলেছে, বারবার ১৮ হাজার সংখ্যা বলা হচ্ছে, কিন্তু আসলে কত শূন্যপদ রয়েছে?

আজ এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানির জন্য উঠল। যাদের চাকরি হয়েছে, ঘনিষ্ট ১০ জনকেই পার্টি করা হল। ওই দশ জনের সঙ্গে আরও ১৩ জনকে পার্টি করা হলো যাদের চাকরি হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৭ই আগস্ট। 

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর দশ জন আত্মীয়ের একই বছরে চাকরি হওয়া নিয়ে উঠছে প্রশ্ন।  একই পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১০ জন চাকরি পেয়েছেন! এমনটাই অভিযোগ উঠেছে।

পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীনই তাঁর নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত বিশ্বম্ভরের স্ত্রী রিনা, দুই ভাই বংশীলাল ও দেবগোপাল প্রাথমিক স্কুলের হিসেবে চাকরি পান বলে অভিযোগ। তালিকায় নাম রয়েছে তাঁর মাসতুতো ভাই পূর্ণ মণ্ডল, মাসতুতো বোন গায়ত্রী মণ্ডল, মেসোমশাই ভীষ্মদেব মণ্ডল, মাসতুতো জামাই সোমনাথ পণ্ডিত, শ্যালক অরূপ ভৌমিক, শ্যালিকা অঞ্জনা মণ্ডল, প্রতিবেশী অমলেশ রায়েরও।

মামলাকারী রমেশ মালির তরফে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানান, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অন্তত ১০ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। তাঁদের কাছে তথ্য প্রমাণ রয়েছে তার। এই ব্যাপারে সব পক্ষকে কপি দিয়ে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতির। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তুলে ধরেন। বিশ্বম্বর মন্ডলের ১০ জন আত্মীয় স্কুলে চাকরি পেয়েছেন। মামলাকারীর অভিযোগ, জাল ওএমআর শিট তৈরি করে নিয়োগ দেওয়া হয়েছে। 

close