Kode Iklan atau kode lainnya

প্রাথমিক শিক্ষিকার চাকরি যেতেই হাতছাড়া প্রেমিক, বিয়ের দাবিতে ধর্নায় সদ্য বরখাস্ত হওয়া স্কুল শিক্ষিকা

 

নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ২৬৯ জনের। আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হতেই তাঁর ফল যেন গ্রাস করল প্রেমের সম্পর্কেও। শিক্ষিকা পদে বরখাস্ত হওয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে নারাজ যুবক। প্রতিবাদে ধর্নায় বসলেন প্রেমিকা৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের নিশিগঞ্জে। সোমবার আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন মাথাভাঙার বাসিন্দা ওই তরুণী। এরপরই নিশিগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে চান তিনি। প্রথম দিকে রাজি না হলেও পরে প্রেমিকার চাপে দেখা করতে বাড়িতে আসতে বলেছিলেন যুবক। তবে এরপরেও বাঁধে বিপত্তি। নিশিগঞ্জ গ্রামে সেই বাড়িতে এসে তিনি দেখেন বেপাত্তা যুবক। এমনকী, তাঁর পরিবারের কেউই বাড়িতে নেই৷

জানা গিয়েছে, বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন এলাকায় কলেজে ওই অশিক্ষক কর্মী। যুবতীর দাবি, ওই অতিথি শিক্ষকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অপরদিকে অতিথি শিক্ষক টেলিফোনে জানান, ঘটকের মাধ্যমে এক সপ্তাহ আগে বিয়ের প্রস্তাব আসে। দু-একবার যুবতীর সঙ্গে ফোনে কথা হয়। এর বেশি আর কিছু নেই। তাঁকে ফাঁসানো হচ্ছে।

প্রেমিকা ওই যুবকের বাড়িতে গেলে দেখেন, ওই সময় বাড়িতে রয়েছেন যুবকর মাসি। তিনি যুবকের খোঁজ দিতে পারেননি। বাড়িতে এসেও যুবককে ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি। প্রেমিকের খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়েন সদ্য সরকারি স্কুলের শিক্ষিকার চাকরি হারানো প্রেমিকা। এরপরেই বিয়ের দাবিতে ধর্নায় বসেছেন প্রেমিকা। 

তরুণী জানান, ওই যুবকের সঙ্গে ছয় মাস ধরে সম্পর্ক রয়েছে তার। কিন্তু চাকরি চলে গিয়েছে জানতে পেরেই যোগাযোগ বন্ধ করে দেন যুবক। যদিও ওই যুবক এই দাবি মানতে নারাজ। পরিবারের দাবি, ঘটকের মাধ্যমে এই পাত্রীর জন্য সম্বন্ধ দেখেছিল যুবকের পরিবার৷ কিন্তু কোনও প্রেমের সম্পর্ক ছিল না। এ সব বলে এখন যুবককে ফাঁসানোর চেষ্টা হচ্ছে৷

close