Kode Iklan atau kode lainnya

'পশ্চিমবঙ্গ ভাগ হবে না, এটা দলের মত’, পার্টিলাইন স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ


নিউজ ডেস্ক: জন বার্লার পর সৌমিত্র খাঁ। উত্তরবঙ্গের পর আলাদা জঙ্গলমহল রাজ্য চাই, বিজেপি সাংসদ সৌমিত্রর দাবিতে অস্বস্তি বাড়ল বিজেপি-র। বাংলা ভেঙে পৃথক জঙ্গলমহল রাজ্য গঠিত হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে এমনই দাবি করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে সব বিতর্কে জল ঢাললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠক করে ‘পার্টিলাইন’ স্পষ্ট করে দিলেন তিনি। কী জানালেন বিজেপির রাজ্য সভাপতি?

দিলীপ ঘোষ সাফ জানালেন, “যারা আলাদা রাজ্যের কথা বলছেন তা একান্তই ব্যক্তিগত। পশ্চিমবঙ্গ (West Bengal) ভাগ হবে না, এটা দলের মত। তবে রাজ্যের বিভিন্নপ্রান্তের মানুষ সরকারি প্রকল্প থেকে বিচ্ছিন্ন। তৃণমূল সরকারের শাসনে বহু মানুষ বঞ্চিত। বঞ্চনার শিকার হয়ে মানুষ পৃথক রাজ্যের দাবি জানাচ্ছে। আর মানুষের দাবি কোনও কোনও জনপ্রতিনিধি প্রকাশ্যে তুলে ধরছেন। রাজ্যের সকল মানুষের সমানাধিকারের জন্য বিজেপি আন্দোলন চালিয়ে যাবে।” 

 একইসঙ্গে পৃথক রাজ্যের দাবি জানানো নেতাদেরও কড়া বার্তা দিলেন দিলীপ। বললেন, “পার্টিতে থাকতে হলে দলের মত মেনে থাকতে হবে। আর পার্টিলাইন একটাই, পশ্চিমবঙ্গ ভাগ হবে না।” একইসঙ্গে তাঁর খোঁচা, “যাঁরা এ দাবি জানাচ্ছেন তাঁরা বিভিন্ন দল থেকে বিজেপিতে এসেছে। বিজেপি এক রাজ্যের পক্ষেই সওয়াল করে।” 

দিলীপ ঘোষ এর আগে বলেন, ‘এ রাজ্যে সিএএ নিয়ে প্রতিবাদে জেরে আগুন লাগানো হয়। স্টেশন পোড়ানো হয়। তখন দেশদ্রোহিতার মামলা হয় না। আশ্রয় দেওয়া হয়। সেই কারণেই হতাশ হয়ে উত্তরবঙ্গ ভাগের মন্তব্য করা হয়েছে। এঁদের অপশাসনে হতাশ হয়ে অনেক মানুষ উত্তরবঙ্গ ভাগের কথা বলছেন। আমাদের দেশপ্রেম শেখাতে হবে না। সরকার নিজের কাজ করুক। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের বিরুদ্ধে সরকার প্রায় ৩৫ হাজার মামলা করেছে।’

close