Breaking News
Home / হেড লাইনস / WBHRB Facility Manager পদের শর্ট লিস্টেড তালিকায় সানি লিওন! চরম বিতর্ক

WBHRB Facility Manager পদের শর্ট লিস্টেড তালিকায় সানি লিওন! চরম বিতর্ক

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (ডাব্লুবিএইচআরবি), WBHRB Facility Manager পদের শর্ট লিস্টেড তালিকা ঘোষণা করেছে। প্রার্থীরা নীচের প্রদত্ত লিঙ্ক থেকে ফলাফল চেক করতে পারবেন। সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের এরপর আসল নথি যাচাইকরণের জন্য ডাকা হবে। WBHRB Facility Manager রেজাল্ট 2019, চেক করে পরীক্ষার্থীরা পরীক্ষায় তাদের পারফরম্যান্সের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। মোট 819 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শর্ট লিস্টেড তালিকা প্রকাশ হওয়ার পরেই ভুরি ভুরি অভিযোগ উঠছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কার্যপ্রণালীর উপর। অনেকেই অভিযোগ করেছেন প্রচুর ফেক ক্যান্ডিডেটস এই লিস্টের মধ্যে ঢুকে আছে। এমনকি ডাক পেয়েছেন সানি লিওনও!

Facility Manager, Grade III-এর এসটি বিভাগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের 19 নম্বরে নাম আছে সানি লিওনের। সেখানে দেখা যাচ্ছে-

Sl No: 19,
User id: 1158469,
Applicant Name: SUNNY LEONE,
Father’s Name: DILIP SUNNY,
Caste: ST,
DOB: 06-06-1990,
% of Marks in H.S.: 79.17,
% of Marks in Degree: 66.67,
Score: 74.170।

অনেকেই দাবী করেছেন এই আবেদনকারী ভুয়া। যদি তাই হয়, তাহলে যিনি ফেক আইডি বানিয়ে আবেদন করেছেন তাঁর চরম শাস্তির দাবি তুলছেন কেউ কেউ। কারণ হিসেবে বলছেন, এই ভুয়া আবেদন কারীর জন্য অন্তত একজন জেনুইন আবেদনকারী শর্ট লিস্টেশ তালিকায় জায়গা পেলোনা। অনেকে আবার বলছেন, যেহুতু সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের পরীক্ষা ফিতে ছাড় দেওয়া হয় ফলে অনেকেই ইচ্ছাকৃত ফেক আইডি বানিয়ে আবেদন করে থাকেন। এখন দেখার হেলথ বোর্ড কি ব্যবস্থা নেই!

তালিকাটি দেখতে এখানে ক্লিক করুণ। 

Check Also

প্রশ্ন ফাঁস করলে বা মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে আজীবন বহিষ্কার পরীক্ষার্থীকে!

নিউজ ডেস্ক: প্রশ্ন ফাঁস নিয়ে বারে বারে অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১২ মার্চ থেকে …

ইসরোতে চাকরির বড় সুযোগ, উচ্চ মাধ্যমিক পাস থাকলেই করা যাবে আবেদন

নিউজ ডেস্ক: বড় শূন্যপদ পূরণ করতে চলেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পীঠস্থান দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ …

হেলিয়াগাছী অঃপ্রাঃ বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবহার ও সচেতনা নিয়ে সম্পন্ন হল বিশেষ শিবির

নিউজ ডেস্ক: আজ আমার বিদ্যালয় দঃ ২৪ পরগনার হেলিয়াগাছী অঃপ্রাঃ তে এক বিশেষ শিবির আয়োজন …

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে ২০২১টি শূন্যপদে নিয়োগ

নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে গ্রামীণ ডাক সেবক-শাখা পোস্ট মাস্টার (বিপিএম), সহকারী …

এসএসকে-এমএসকে শিক্ষাকেন্দ্রগুলি নিয়ে সরকারের বিশেষ কোনও পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: রাজ্যের শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলি (এসএসকে-এমএসকে) নিয়ে সরকারের এই মুহূর্তে বিশেষ কোনও পরিকল্পনা …

বর্ধিত বেতনের বিজ্ঞপ্তিতে অসঙ্গতি, আর্থিক ক্ষতির আশঙ্কায় প্রাথমিক শিক্ষকরা

নিউজ ডেস্ক: গত ১৩ ডিসেম্বর শিক্ষকদের বর্ধিত বেতনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। অপশন ফর্ম পূরণ করার …

প্রকাশিত হল ২০২০ আইপিএলের সময়সূচি, দেখে নিনি কেকেআরের মাঠে নামার সূচি

নিউজ ডেস্ক: প্রকাশিত হল ২০২০ আইপিএলের সময় সূচি। আইপিএলের সূচি প্রকাশ করল ভারতীয় বোর্ড। ২৯ …