Breaking News
Home / ভারত বর্ষ / Breaking News: ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্টের, শিক্ষক নিয়োগ করবে কমিশন!

Breaking News: ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্টের, শিক্ষক নিয়োগ করবে কমিশন!

নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টে ঐতিহাসিক রায় হল আজ। সম্পন্ন হল দীর্ঘদিনের আইনি লড়াই। মাদ্রাসা সার্ভিস কমিশন পূর্নবহাল করল কোর্ট। সুপ্রিমকোর্টে ঐতিহাসিক রায় মাদ্রাসাগুলি মাইনরিটি স্ট্যাসাস বজায় থাকবে এবং সার্ভিস কমিশন মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। এই রায়ের ফলে শিক্ষক নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন।

কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের অধিকার ৩০ অনুচ্ছেদ লঙ্ঘন করে না। সুতরাং কমিশন বৈধ এবং কমিশনের নিয়োগের অধিকার থাকবে, বলল সুপ্রিম কোর্ট।  

একই সঙ্গে সুপ্রিম কোর্টে মামলার সময় কমিটিগুলির দ্বারা নিযুক্ত ব্যক্তিদের নিয়োগ বৈধ হিসাবে গণ্য করা হবে, বলে দিল কোর্ট। 

উল্লেখ্য, সংবিধানের ৩০ ধারাকে সামনে রেখে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রাজ্যের মাদ্রাসাগুলোতে নিয়োগের ক্ষমতা নিজেদের হাতে চেয়ে আদালতের দারস্থ হয় কয়েকটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি। এর পর কলকাতা হাইকোর্টের রায় কমিটির পক্ষে যায়। বর্তমানে রাজ্যে ৬১৪টি এডেড মাদ্রাসা আছে। অবশেষে আজ সুপ্রিমকোর্টে হল দীর্ঘ প্রতীক্ষিত রায়। 

Check Also

বড় ভাঙন বিজেপিতে, অন্তত ৬০০ জন বিজেপির নেতা-কর্মীর তৃণমূলে যোগদান!

নিউজ ডেস্ক: আবার ভাঙন গেরুয়া শিবিরে। এবার বিজেপির বড় ভাঙন হল হুগলিতে। কলকাতার মেয়র তথা …

এবার সিএএ-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ

নিউজ ডেস্ক: এবার কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছেন …

‘আমরা বুঝতেই পারছি না ভারত কেন সিএএ পাশ করল, এতে ভারতের জনগণকেই সমস্যায় পড়তে হচ্ছে’ শেখ হাসিনা

নিউজ ডেস্ক: সংসদের দুই কক্ষেই পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতিও স্বাক্ষর করে ফেলেছেন। ফলে …

জয়েন্ট এন্ট্রান্স মেন: ১০০/১০০! বাজিমাত ৯ পড়ুয়ার

নিউজ ডেস্ক: শুক্রবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মেনের ফলাফল। এবছর সারা ভারত জুড়ে জয়েন্ট …

খাদ্য সুরক্ষাকার্ডে বাবার নাম উল্লেখ করা হয়েছে KKR NIGHT RIDERS, কোথাও বা বাল ব্রহ্মচারী, ক্ষুব্ধ গ্রাহকরা

নিউজ ডেস্ক: এর আগে পদবি, বয়স এসবের গোলমাল তো হতই৷ ভুল দেখা যেত ঠিকানাতেও৷ কিন্তু …

কাজকর্মে খুশি নয় শিক্ষা দপ্তর, সরে যেতে হল এসএসসির চেয়ারম্যানকে

নিউজ ডেস্ক: অপসারিত হলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। হাওড়ার জয়পুর কলেজের অধ্যক্ষ …

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর দাবিতে এসডিও’র দ্বারস্থ বিভিন্ন স্কুলের ছাত্র/ ছাত্রী সহ অভিভাবকেরা

নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে আন্দোলন চালাচ্ছে বেশ কয়েকটি …

Leave a Reply

Your email address will not be published.