নিউজ ডেস্ক: রাজ্যে সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ কলেজে সার্ভিস কমিশন। আগামী ১৭ ডিসেম্বর, রবিবার 'সেট' পরীক্ষা নেওয়া হবে। সহকারী অধ্যাপক নিয়োগের যোগ্যতা অর্জনের জন্য এই পরীক্ষা নেয় রাজ্য। চলতি সপ্তাহ থেকেই সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে বলে জানা গেছে।
প্রার্থীরা কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। রাজ্যের ২৩ জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ জেলাতেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবারের সেটে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী বসবেন।
SET পরীক্ষায় দুইটি পত্র থাকে। প্রথম পত্র ১৭ ডিসেম্বর, ২০২৩- সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং দ্বিতীয় পত্র ১৭ ডিসেম্বর, ২০২৩- বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নেওয়া হবে।
সুষ্ট ভবে পরীক্ষা পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে WBCSC। কোনওরকম ফাঁক রাখতে চাইছে না কলেজ সার্ভিস কমিশন। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের অবজার্ভার হিসাবে নিয়োগ করবে কমিশন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ২ জন করে অবজার্ভার থাকবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর শিট ট্রাক করা হবে বলে জানা গিয়েছে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে নজর রাখা হবে।