TET: টেটে আবেদন সংখ্যা জমা পড়া নিয়ে কি জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ? জেনেনিন গুরুত্বপূর্ণ আপডেট

পর্ষদ সভাপতি গৌতম পাল

নিউজ ডেস্ক: শুরু হয়েছে প্রাথমিকের টেট (TET) পরীক্ষার আবেদন প্রক্রিয়া। এবছরও নেওয়া হবে প্রাথমিক টেট। তার জন্য চলছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যেই জমা পড়া আবেদনের সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছেছে। নির্ধারিত আবেদন ফি জমা পড়েছে এই আবেদনগুলির। জানা গিয়েছে, এখনও আবেদন ফি জমা পড়েনি এমন আবেদন মিলিয়ে সংখ্যাটা প্রায় দুই লাখ ছুঁইছুঁই।

প্রসঙ্গত, ২০২৩ সালের প্রাথমিক টেট হবে ১০ ডিসেম্বর, রবিবার। প্রায় পাঁচ বছর পর ২০২২ সালে হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতামান পরীক্ষা টেট। গত বছর প্রায় সাত লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ২০ হাজার। পাশ করেছিলেন ১ লক্ষ ২০ হাজার চাকরি প্রার্থী।

এবারে আবেদন সংখ্যা অনেকটাই কম হবে বলেই মনে করা হচ্ছে। কম আবেদনের কারণ হিসেবে এক আধিকারিক বলছেন, চলতি টেটে বিএড পাশ প্রার্থীরা আবেদন করতে পারছেন না, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিক শিক্ষকপদে বিএড পাশ প্রার্থীরা অযোগ্য। আবেদন করেছেন কেবল DELED করা চাকরি প্রার্থীরা ফলে আবেদন সংখ্যা স্বাভাবিক ভাবেই কম হবে। 

চলতি বছরের টেট পরীক্ষার দিন ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ তিনি জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর এ বছরের টেট পরীক্ষার আয়োজন করা হবে।  এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কারা এ বছর টেট দিতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন না, সাংবাদিক বৈঠকে তা-ও জানিয়েছেন পর্ষদ সভাপতি।

পর্ষদ সভাপতি বলেন, “২০২৩ সালের টেট ডিসেম্বরের ১০ তারিখে সম্পন্ন হবে। ওয়েবসাইটে বুধবারই বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে আবেদন প্রক্রিয়া নিবন্ধীকরণের কাজ শুরু হবে।”