Kode Iklan atau kode lainnya

প্রাথমিকে চাকরিহারা শিক্ষকরাও কী চাকরি ফিরে পাবেন? পরামর্শ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

অযোগ্য শিক্ষক

নিউজ ডেস্ক: প্রাথমিকে প্রশ্ন ভুল মামলায় এক নম্বর বাড়ার ফলে চাকরি পাওয়া ২৬৫ জনকে কাজে ফেরাতে পরামর্শ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনই খবর সামনে এল।

নিয়োগ দুর্নীতির অভিযোগে শিক্ষা কর্মী, শিক্ষক, প্রাথমিক শিক্ষক একাংশের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশমতো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংশ্লিষ্টদের নিয়োগ সুপারিশ পত্র এবং মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ পত্র বাতিল করেছিল। 

১২ই এপ্রিল ২০২৩ তারিখে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকায় আপাতত সেই নির্দেশ কার্যকরী করা যাবে না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এবার এসএসসি এবং পর্ষদ চাকরি খারিজের বিজ্ঞপ্তি রদ করল। অর্থাৎ কর্মচ্যুত শিক্ষক শিক্ষক কর্মীদের কর্মস্থলে ফিরতে এই মুহূর্তে আর কোন বাধা নেই।

SSC: সুপ্রিম নির্দেশে স্কুলে ফিরছেন কর্মচ্যুতরা, কী বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য? জেনেনিন

অন্যদিকে  এক নম্বর বাড়ার ফলে চাকরি পাওয়া ২৬৫ জনকে কাজে ফেরাতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এসএসসি এবং প্রাথমিকে মিলিয়ে আপাতত ৩ হাজার ৮০৭ জন চাকরিতে ফিরতে চলেছেন।

close