Kode Iklan atau kode lainnya

UPSC Civil Services Prelims 2023: সিভিল সার্ভিসের প্রিলিমস পেপার 1 জেনারেল স্টাডিজের প্রশ্নপত্র দেখুন

UPSC Civil Services Prelims 2023

নিউজ ডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) রবিবার সিভিল সার্ভিস 2023 প্রিলিমস পেপার 1 (জেনারেল স্টাডিজ) পরীক্ষা পরিচালনা করেছে।  1ম পত্র সকাল সাড়ে 9টা থেকে সাড়ে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।  পেপার II (CSAT) যা একটি যোগ্যতা পরীক্ষা দুপুর 2:30 থেকে 4:30টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা বলছেন এ বছর জিএস পেপার পরীক্ষার্থীদের কঠিন লেগেছে।  বেশিরভাগ প্রশ্নই ছিল বাস্তবসম্মত এবং নির্মূল পদ্ধতি ব্যবহার করার সুযোগ সীমিত ছিল।  

UPSC Civil Services Prelims... by The Indian Express

দেশের সবচেয়ে কঠিন এই পরীক্ষায় প্রতি বছর কয়েক লক্ষ চাকরি প্রার্থী বসেন। প্রিলি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। সব শেষে নেওয়া হয় ইন্টারভিউ। অর্থাৎ মোট তিনটি ধাপে সিভিল সার্ভিস পরীক্ষা সম্পন্ন হয়।।প্রতি বছর হাজারের আশেপাশে শূন্যপদ থাকে। বিভিন্ন কোচিং সংস্থা UPSC সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং দিয়ে থাকে। 

close