Kode Iklan atau kode lainnya

২০১২ এবং ২০১৪ সালের টেট নথি নিয়ে ইডি দফতরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দুই প্রতিনিধি, তলব প্রাক্তন সচিব রত্নাকেও

অ্যাপ্টিটিউড টেস্ট

নিউজ ডেস্ক: এবার নথি নিয়ে ইডি দফতরে হাজির হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের দুই প্রতিনিধি। পাশাপাশি, তলব করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচীকেও। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচীকে। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে গিয়েছেন পর্ষদের দুই প্রতিনিধি।

২০১২ এবং ২০১৪ সালের টেটের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে পর্ষদের কর্তারা হাজিরা দিয়েছেন বলে জানা গেছে।  সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজিরা দিয়েছেন পর্ষদের দুই প্রতিনিধি। 

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ে বিভিন্ন সময়েই ইডির তরফ থেকে নথি চেয়ে পাঠানো হয়। সেই মতোই মঙ্গলবার নথি পাঠানো হয়েছে ইডির দফতরে। নিয়োগ দুর্নীতির তদন্তে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচীকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে মানিক ভট্টাচার্য যখন ছিলেন, সেই সময় সচিব পদে কর্মরত ছিলেন রত্না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়েই ডাকা হয়েছে বলে জানা গেছে। 

close