Kode Iklan atau kode lainnya

প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

 গৌতম পাল

নিউজ ডেস্ক: প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক টেটে ৮২ নম্বর পাওয়াদের ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ দেওয়া হল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৮২ পেয়ে টেট ২০১৪ উত্তীর্ণ সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ মার্চের মধ্যে পর্ষদের দু’টি ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন তাঁরা। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, ৮২ পেয়ে টেট ২০১৭ উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ হয়ে গিয়েছে। এরপরও কোনও প্রার্থী বাকি থাকলে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

সেন্ট্রাল টেটে ৮২ নম্বর পেলে সংরক্ষিত প্রার্থীরা পাশ হিসাবে গন্য করা হয়। যদিও, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সুযোগ দিত না। ফলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮২ পাওয়া সংরক্ষিত প্রার্থীদের পাশ হিসাবে দেখানোর নির্দেশ দেন।  টেট ২০১৪-তে ৮২ পেয়ে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৭,৬৬৫। আর টেট ২০১৭-য় ৭২২ জন প্রার্থী ৮২ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

close