নিউজ ডেস্ক: ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা। ডিএ মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে! এই নিয়ে পঞ্চম বার পিছিয়ে গেল। পরবর্তী শুনানি ১১ই এপ্রিল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিচারপতিদ্বয় জানান, এই মামলার শুনানি দীর্ঘ হবে। এদিন তা সম্ভব নয়। কারণ অন্য অনেক মামলা রয়েছে।
গত ৫ ডিসেম্বর থেকে ডিএ মামলার শুনানির চেষ্টা চলছে। এর আগে ডিএ মামলার শুনানির তারিখ ৪ বার পিছিয়ে অবশেষে মঙ্গলবার হবে বলে জানানো হয়েছিল। তবে এ বারও শুনানি হল না। শেষ বার ১৫ মার্চ থেকে পিছিয়ে ২১ মার্চ শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট । কিন্তু মঙ্গল বার ২১ মার্চও শেষ পর্যন্ত শুনানি হল না। সুপ্রিম কোর্টের তরফে আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে। দেওয়া হয়েছে পরবর্তী শুনানির তারিখও। এই মামলার পরবর্তী শুনানি হবে এপ্রিলে।
বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল। গত শুনানির দিনে রাজ্যের করা আবেদনে ত্রুটি থাকার জন্য মামলাটি ওঠেনি। আবেদনের ত্রুটি ঠিক করে তবেই মামলাটির শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রায় দুই মাস পিছিয়ে যাওয়ার পর আজ মামলাটি শুনানির জন্য ওঠার কথা থাকলেও, ফের পিছিয়ে গেল।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মে মাসে কলকাতা হাই কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের যুক্তি, হাই কোর্টের সিদ্ধান্ত মেনে নিলে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা পক্ষে যা বহন করা দুঃসাধ্য। যদিও তা মানতে নারাজ রাজ্য সরকারি কর্মীরা।