Kode Iklan atau kode lainnya

প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

 

নিউজ ডেস্ক: প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আনসার কি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হল।  গত বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি আনসার কি প্রকাশ করা হয়। রাজ্য জুড়ে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন।

এর আগে আনসার কি প্রকাশের পর পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যে কোনও প্রশ্নকে চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে তার জন্য প্রশ্ন পিছু ৫০০ টাকা করে দিতে হবে। সেই চ্যালেঞ্জ করার সময়সীমা এবার আরও বাড়াল পর্ষদ। 

মঙ্গলবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে আরও একদিন বাড়িয়ে বুধবার অর্থাৎ ১৮ জানুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জ করে যাবে। বুধবার রাত ১২ টা পর্যন্ত সময় পাবেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি আনসার কি প্রকাশ করা হয়। www.wbbpe.org ও wbbprimaryeducation.org- এই দুই ওয়েবসাইটে গিয়ে আনসার কি দেখা যাবে।

close