Kode Iklan atau kode lainnya

SSC: এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডে ৫০ জনকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর, চাকরি না পাওয়াদেরও ডাক!

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার ৫০ জনকে নিজাম প্যালেসে তলব করে সকলকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার সকাল সকাল ওই ৫০ জন নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন ৷ 

সিবিআই সূত্রে খবর, তাঁদের প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের সকলের বয়ান নথিভুক্তও করা হয়েছে। তবে, এদের মধ্যে সবাই চাকরি পেয়েছেন এমনটা নয়। জানা গিয়েছে, চাকরির জন্য টাকা দিয়েছিলেন, এমন অনেককেই ডেকেছে সিবিআই৷

মূলত কীভাবে তাঁরা চাকরি পেতে টাকা দিয়েছিলেন? কতটা করে দিয়েছিলেন? আর তার মধ্যে, কে কে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন? তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থার আধিকারিকরা৷ এছাড়াও, কোন ব্যক্তিকে তাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন? সেখানে মিডলম্যান হিসেবে কারা কাজ করেছে? সেই মিডলম্যানদের হদিশ কীভাবে পেলেন? এই বেআইনি নিয়োগের সঙ্গে আর কারা কারা যুক্ত? এসব তথ্য জানতে চাইছে সিবিআই।

মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার মোট ৫০ জনকে তলব করা হয়। সকলের বয়ান নথিভুক্ত করার পাশাপাশি, বয়ান রেকর্ডও করা হয়েছে কিছু ক্ষেত্রে৷ সাক্ষী হিসেবে যে বয়ান নথিভুক্ত বা রেকর্ড করা হয়েছে তা চাকরিপ্রার্থীদের দেওয়া বয়ান ও অভিযোগের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

close