Kode Iklan atau kode lainnya

Big News: কিংপিন মানিক ভট্টাচার্য ও তাঁর ছেলের বিরুদ্ধে ১৬০ পাতার চার্জশিট পেশ ইডির

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট দল ইডি। মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ১৬০ পাতার চার্জশিট জমা দিল ইডি।

ইডি সূত্রে খবর, মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম। সেখানে মানিকের স্ত্রী, পুত্র ছাড়াও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কথাও উল্লেখ করা হয়েছে। গত ১০ অক্টোবর এই মামলায় মানিককে গ্রেফতার করে ইডি। ঠিক তার ৬০ দিনের মাথায় চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালতের নির্দেশ ছিল ৬০ দিনের মধ্যে মানিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হবে। ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা। ১৬০ পাতার চার্জশিটের সঙ্গে ৬০০০ পাতার তথ্য তুলে ধরা হয়েছে। যা আনতে নিয়ে আসা হয়েছিল বিশালাকার ট্রাঙ্ক। সূত্রের খবর, আগের অভিযোগগুলি ছাড়াও ইডির চার্জশিটে মানিকের বিরুদ্ধে বেশ কিছু নতুন অভিযোগ রয়েছে।

দেড়শো পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে মানিককেই দুর্নীতির কিংপিন বলে উল্লেখ। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে মানিক কীভাবে জড়িত ছিলেন, কীভাবে অনলাইন ক্লাস ও অফলাইন রেজিস্ট্রেশনের নামে বেসরকারি ডিএলএড কলেজ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে এবং মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের সংস্থা কীভাবে লাভবান হয়েছে তার উল্লেখ রয়েছে চার্জশিটে। ইডি-র সাপ্লিমেন্টারি চার্জশিটে মানিকের স্ত্রীরও নাম রয়েছে বলে খবর সূত্রের। 

close