Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের, সকাল হতে কোর্টে হাজিরা শিক্ষাসচিবের

 

নিউজ ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য সরকারের। রাতেই আবেদন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সকাল হতে কোর্টে হাজিরা শিক্ষাসচিবের। বুধবার শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতে প্রধান বিচারপতির সচিবালয় মারফত ই-মেল করে আবেদন জানায় রাজ্য।

SSC-তে অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিবকে আজ সকাল সাড়ে ১০টায় আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতে প্রধান বিচারপতির সচিবালয় মারফত ই-মেল করে আবেদন জানায় রাজ্য। সকাল সাড়ে ১০টার আগেই ডিভিশন বেঞ্চ বসিয়ে রাজ্যের আবেদনের শুনানির আর্জি জানানো হয়। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয়।

সূত্রের খবর, সকাল সাড়ে ১০টার আগেই ডিভিশন বেঞ্চ বসিয়ে রাজ্যের আবেদনের শুনানির আর্জি জানানো হয়। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয়ে রাজ্যের তরফে। তবে এ দিন সকালে আদালতে পৌঁছে যান শিক্ষাসচিব।

close