Kode Iklan atau kode lainnya

TET: প্রাথমিক টেটের জন্য গুরুত্বপূর্ণ 20টি গণিত পেডাগজি প্রশ্ন ও উত্তর, গণিত মডেল প্রশ্নোত্তর এবং পেডাগজি

 প্রাইমারি টেট প্র্যাকটিস সেট শিশু বিকাশ এবং শিশুবিদ্যা

নিউজ ডেস্ক: প্রাইমারি টেট প্র্যাকটিস সেট গণিত মডেল প্রশ্নোত্তর এবং পেডাগজি-

Pedagogy Practice Set

গণিত MCQ প্রশ্নোত্তর

1) গণিতের ভিত্তি কী?

         (A) যোগ ও বিয়োগ

        (B) বিয়োগ ও গুণ

        (C) ভাগ ও বিয়োগ

        (D) কোনোটিই নয়


2) নামতা কাকে বলে?

    (A) যোগফল স্থির করবার ধারাবাহিক তালিকা কে বলা হয় নামতা

    (B) ভাগফল স্থির করবার ধারাবাহিক তালিকা কে বলা হয় নামতা

    (C) গুণের ফলাফল স্থির করবার ধারাবাহিক তালিকা কে বলা হয় নামতা

    (D) এগুলি কোনটাই নয়


3) গণিতের নৈবত্তিক প্রশ্ন গুলির মধ্যে থাকে-

    (A) নির্ভরযোগ্যতা

    (B) কভারেজ (coverage)

    (C) যথার্থকতা

    (D) উপরের সবগুলি


4) গণিত বিষয়ে সামূহিক মূল্যায়ন বলতে বোঝায়--

    (A) শিক্ষণের জন্য মূল্যায়ন

   (B) শিক্ষণ পদ্ধতির মূল্যায়ন

    (C )শিক্ষণ পদ্ধতিতে মূল্যায়ন 

    (D) কোনোটিই নয়


5) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 ,32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19 ,27 এবং 31 অবশিষ্ট থাকবে-

    (A) 283

    (B) 823

    (C) 382

    (D) 238


6) একটি সংখ্যাকে যথাক্রমে 20%  বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটির মোটের ওপর শতকরা বাড়ানো হলো -

    (A) 40%

    (B) 36%

    (C) 42%

    (D) 44%


7) কোন জিনিসের চারগুন বিবর্ধন ঘটে এমন একটি বৃদ্ধ কাচ ম্যাগ্নিফাইং গ্লাস দিয়ে 16° পরিমাপের একটি কোনকে দেখলে কোনটির পরিমাপ দেখা যাবে -

    (A) 4°

    (B) 64°

    (C) 160°

    (D) 16°


8) n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n (n+3)  নিচের কোন সংখ্যাটি দিয়ে সর্বদা বিভাজ্য হবে?

    (A) 2

    (B) 3

    (C) 4


    (D) কোনোটাই নয়


9) 4 বর্গ মিটার ও 4 মিটার বর্গ এর ক্ষেত্রফল এর মধ্যে সঠিক সম্পর্ক হল -

    (A) 4 মিটার বর্গ = 4 মিটার বর্গ এর ক্ষেত্রফল

    (B) 4 বর্গ মিটার = 4 মিটার বর্গ এর ক্ষেত্রফল ÷4

    (C) 4 মিটার বর্গ এর ক্ষেত্রফল -4 বর্গমিটার = 4 বর্গমিটার

    (D) 4 মিটার বর্গ এর ক্ষেত্রফল -4 বর্গমিটার = 8 বর্গমিটার


10) নিচের কোন বক্তব্যটি সঠিক নয় ?

  (A) গতিবেগ বেশি হলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে কম সময় লাগবে

  (B)  গতিবেগ নির্দিষ্ট থাকলে বেশী সময়ে কম দূরত্ব অতিক্রম করা যায়

  (C) সময় নির্দিষ্ট থাকলে গতিবেগ বেশি হলে বেশি দূরত্ব অতিক্রম করা যায়

  (D)গতিবেগ বেশি হলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে কম লাগবে


11) দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করার ফলে দুটি অনুরূপ কোন সমান হয়েছে তাহলে ওই সরল রেখা দুটি ---

  (A) পরস্পরকে ছেদ করবে

  (B) পরস্পর সমান্তরাল হবে

  (C) পরস্পরকে ছেদ করতে পারে , আবার পরস্পর সমান্তরাল হতে পারে

  (D) পরস্পর পরস্পরকে ছেদ করবে না আবার পরস্পর সমান্তরাল হবে না


12) 2+(-5) = (-5) + 2 ------- উক্তিতে যে গাণিতিক নীতি জড়িত আছে তা হল-

   (A)  সংখ্যাগুলিকে যে কোনো ক্রমে যোগ করা যায়

   (B) একটি সংখ্যার সঙ্গে কোনো চিন্হ যুক্ত না থাকলে বুজতে হবে যে সংখ্যাটি   ধনাত্মক

   (C)  এই উক্তিটি যোগের বিনিময় নিয়ম

   (D) এগুলির কোনোটিই নয়


13) আসল সুদের হার একই হলে কোন বছরের 1 ফেব্রুয়ারি থেকে পরের বছর 31 জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য সুদ এবং 5 ফেব্রুয়ারি থেকে পরের বছরের 4 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য শুধু সুদ হবে ---

   (A) একই হবে

   (B) প্রথম ক্ষেত্রে বেশি হবে

   (C) প্রথম ক্ষেত্রে কম হবে

   (D) কি সম্পর্ক বহন করবে তা পরের বছরের উল্লেখ না থাকলে বলা সম্ভব নয়


14) একটি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার জমিটির চারিদিকে 4 মিটার অন্তর চারা গাছ বসাতে কতগুলি চারা গাছ রোপন করা যাবে তার সংখ্যা--

   (A) 20

   (B) 25

   (C) 30

    (D) 35


15) 1239251209 সংখ্যাটির বর্গমূলের অংক্ সংখ্যা হল--

   (A) 2

   (B) 4

   (C) 3

   (D) 5


16) গতির কথা বিবেচনা করলে নিজের কোন ক্ষেত্রে ঘূর্ণনের সৃষ্টি হয় --

    (A) বৃষ্টির ফোঁটা

    (B)  ঘড়ির কাঁটা

    (C) আলোক

    (D) গ্যাস বেলুন


17) অনুভব কোন এক স্থান থেকে পশ্চিম দিকে 20 মিটার যাওয়ার পর দক্ষিণ পূর্ব থেকে 12 মিটার গেলে এবং সেখানে থেকে পূর্বদিকে 20 মিটার যাবার পর উত্তর-পশ্চিম দিকে  12 মিটার গিয়ে থামল বর্তমান অবস্থান থেকে শুরুর স্থানটি পর্যন্ত যে জ্যামিতিক চিত্র গঠিত হয় তা হল---

    (A)  আয়তক্ষেত্র

    (B) ট্রাপিজিয়াম

   (C)  সামন্তরিক

   (D) এদের কোনোটিই নয়


18. কোনো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা কোন উদ্দেশ্যর মধ্যে পড়ে?

a. দক্ষতামূলক 

b. প্রয়োগমূলক

c. জ্ঞানমূলক

d. বোধমূলক


19. Mathematics is the mirror of civilization-উক্তকরেন-

a. বেঞ্জামিন ব্লুম

b. থনডাইক

c. জন লক

d. Lancelot hogben


20) ভাইগটস্কির তত্ত্বে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে –

a. ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করা

b. পারস্পরিক শিক্ষণ পদ্ধতিতে শিশুদের শিক্ষাদান

c. শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ করে দেওয়া

d. উপরের সবকটিই 


উত্তর;

1 (A)যোগ ও বিয়োগ

2 (D) এগুলি কোনটাই নয়

3(C) যথার্থকতা

4 (C )শিক্ষণ পদ্ধতিতে মূল্যায়ন 

5 (A) 283

6 (D) 44%

7 (D) 16°

8 (A) 2

9 (A) 4 মিটার বর্গ = 4 মিটার বর্গ এর ক্ষেত্রফল

10 (B) 4 বর্গ মিটার = 4 মিটার বর্গ এর ক্ষেত্রফল ÷4

11 (B) পরস্পর সমান্তরাল হবে

12 (C)  এই উক্তিটি যোগের বিনিময় নিয়ম

13 (A) একই হবে

14 (C) 30

15(D) 5

16. (B)  ঘড়ির কাঁটা

17 (C) সামন্তরিক

18 (a) দক্ষতামূলক

19 (d) Lancelot hogben

20 (d) উপরের সবকটিই 

close