Kode Iklan atau kode lainnya

রাজ্য সরকারি কর্মীদের দিতেই হবে ডিএ, সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্ত স্থায়ী নিয়োগ করতেই হবে!

রাজ্য সরকারি কর্মীদের দিতেই হবে ডিএ, সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্ত স্থায়ী নিয়োগ করতেই হবে!

নিউজ ডেস্ক: ডিএ নিয়ে রাজ্য সরকারের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এ নিয়ে তৃতীয় বার রায় পুনর্বিবেচনার রাজ্যের আর্জি খারিজ করা হল আদালতে। আগের নির্দেশেই বহাল থাকল।  ২০ মে-র নির্দেশ বহাল রাখলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। ২০ মে ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

এই অবস্থায় পাঁচটি মূল দাবি নিয়ে আন্দোলনে নামতে চাইছে শিক্ষক-শিক্ষাকর্ম-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। একদিকে দুর্নীতিমুক্ত নিয়মিত স্থায়ী নিয়োগ, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার, এই দাবিতে সর্বত্র সরব হওয়ার ডাক দিয়েছে মঞ্চ। 

সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা দিতে হবে।

কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় মেনে অবিলম্বে বকেয়া সহ সমস্ত ডিএ প্রদান করতে হবে।

চুক্তিভিত্তিক নিয়োগ নয়, স্বচ্ছভাবে সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মক্ষেত্রে সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্ত স্থায়ী নিয়োগ করতে হবে

‘মহার্ঘ ভাতা কর্মচারীদের মৌলিক অধিকার' সরকারকে তা মানতে হবে।

অবিলম্বে এই দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে ঐক্য মঞ্চ।
close