ব্রেকিং

6/recent/ticker-posts

শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসল স্কুল সার্ভিস কমিশন, জানুন বিস্তারিত

শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসল স্কুল সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই বৈঠকে বসল স্কুল সার্ভিস কমিশন। এক সপ্তাহের মধ্যে বেআইনি নিয়োগের তালিকা পেশ করতে হবে বলে গতকাল একযোগে সিবিআই ও কমিশনকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বৃহস্পতিবার বেআইনি নিয়োগ খুঁজে বের করতে উদ্যোগ নিল কমিশন। বিকেল ৫ টা নাগাদ শুরু হয়েছে কমিশনের ত্রিপাক্ষিক বৈঠক। 

জানা গেছে, স্কুল সার্ভিস কমিশনের দফতরেই হবে বৈঠক। থাকবেন কমিশনের আইনজীবী, মামলাকারীদের আইনজীবী এবং মধ্য শিক্ষা পর্ষদের সদস্যরা। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অযোগ্য প্রার্থীদের বাতিল করার। অন্যদিকে ওয়েটিংয়ে রয়েছেন, তাঁদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন বিচারপতি।

আজ, বৃহস্পতিবারের বৈঠকে মূলত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট খতিয়ে দেখা হবে। আরটিআই করে ওয়েটিং লিস্টে নাম থাকা অনেক প্রার্থী জানতে পেরেছেন, যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তুলনায় কম। তাই এ দিন দুই তালিকা খতিয়ে দেখতে হবে আইনজীবী ও আধিকারিকদের। 

পাশাপাশি, নতুন শিক্ষক নিয়োগ নিয়ে পরবর্তী বিষয় নিয়েও আলোচনা হতে পারে আজ। 

close