Kode Iklan atau kode lainnya

টেট পরীক্ষা এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ

টেট পরীক্ষা এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ

নিউজ ডেস্ক: প্রাথমিকের টেট পরীক্ষা এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ, শুক্রবার এই বৈঠক হতে চলেছে। এ বছরই প্রাথমিকের টেট আয়োজনে জরুরি বৈঠকে বসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটি। 

গত ৯ সেপ্টেম্বর প্রথম বৈঠকে এই কমিটি সিদ্ধান্ত নেয়, এ বছর টেট আয়োজনে অপারগতার কথা জানিয়ে এককালীন ছাড় চেয়ে আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টে। কারণ, সম্প্রতি দায়িত্ব নিয়েছেন পর্ষদের সভাপতি।

এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গুচ্ছ অনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই-ইডি। পাশাপাশি, ২০১৪ ও ২০১৭-র প্রাথমিক টেটে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ হাজারের বেশি প্রার্থী এখনও শিক্ষকতার চাকরি না পেয়ে আন্দোলন করছেন। 

এই পরিস্থিতিতে কেন ফের টেট আয়োজনের জরুরি বৈঠক, তা নিয়ে অনেকেরই প্রশ্ন। বৈঠকের বিজ্ঞপ্তি জারি করেছেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি। এই বৈঠকের পরেই পরিষ্কার হতে পারে প্রাথমিকে নিয়োগ এবং টেট পরীক্ষা নেওয়ার রূপরেখা। 

close