Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, ডিসেম্বরের মধ্যেই রাজ্যে প্রাথমিকের টেট (TET) পরীক্ষা

প্রাথমিকের টেট (TET) পরীক্ষা

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। দেরি নয়, ডিসেম্বরের মধ্যে রাজ্যে প্রাথমিকের টেট (TET) পরীক্ষা নেওয়া হবে। আজ, শুক্রবার অ্যাডহক কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন করে রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে৷ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের৷ শুক্রবার বিকেলে  প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুজোর পর টেট নেওয়া যাচ্ছে না বলেও জানানো হয় পর্ষদের তরফে৷

এদিনের, বৈঠক টেট পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কবে হবে পরীক্ষা? তা নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সুপারিশ করা হয়েছে অ্যাডহক কমিটির তরফে। 

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। পরীক্ষা কবে নেওয়া যায়, তা চূড়ান্ত করতে পুজোর আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে।

close