Kode Iklan atau kode lainnya

প্রাথমিকের টেট সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, আবেদনের সময়সীমা বাড়ল

প্রাথমিকের টেট সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, আবেদনের সময়সীমা বাড়ল

নিউজ ডেস্ক: প্রাথমিকের টেট সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট সার্টিফিকেটের আবেদনের সময়সীমা বাড়ল। ২০১৪ সালের টেট পাশ কিন্তু চাকরি পাননি এমন পূর্ণ প্রশিক্ষিতদের টেট সার্টিফিকেটের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হল। 

এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদনের শেষ  অনেকটাই বাড়ানো হল। শেষ তারিখ বাড়িয়ে ৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হল। 

আদালতের নির্দেশ মেনে টেট সার্টিফিকেট দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে একটি বিজ্ঞপ্তি দিল পর্ষদ। TET-2014 যোগ্য এবং NCTE অনুযায়ী প্রশিক্ষিত প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। তবে সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদেরকে। 

অনলাইনে আবেদন করতে নিম্নলিখিত দুটি ওয়েবসাইটে উপলব্ধ:

 www.wbbpe.org

 https://wbbprimaryeducation.org

তবে একই সঙ্গে বলা হয়েছে, TET-2014 মেধা তালিকাভুক্ত প্রার্থীদের আবেদন করতে হবে না।

যদি কোনো আবেদনকারী ডেটা আপলোড করতে কোনো অসুবিধার সম্মুখীন হয়, তাহলে তাকে wbbpe@gmail.com ইমেল করতে হবে। 

close