Kode Iklan atau kode lainnya

সেট বা নেট-এ সফল সব প্রার্থী চাকরি পান না! টেট নিয়ে মন্তব্য করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল

সেট বা নেট-এ সফল সব প্রার্থী চাকরি পান না! টেট নিয়ে মন্তব্য করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল

নিউজ ডেস্ক: প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এরই মধ্যে এ বছরের প্রাথমিক টেট ঘিরে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।  প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্যনিযুক্ত অ্যাড হক কমিটির সদস্যদের আপত্তির জেরেই এই অনিশ্চয়তা বলে খবর।  শুক্রবার প্রথম বৈঠকে বসে ওই কমিটি। 

জানা গেছে, ওই বৈঠকে সুপ্রিম কোর্টের রায়ের কথা তোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। বৈঠকে তিনি জানান - সেপ্টেম্বরেই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তিনি দায়িত্ব নিয়েছেন গত মাসে। সেপ্টেম্বরে টেট-এর জন্য প্রস্তুত নয় পর্ষদ। ডিসেম্বরে প্রস্তাবিত যে কোনও এক দিনে টেট-এর সম্মতি চান তিনি। 

কিন্তু সদস্যদের একাংশ সভাপতির প্রস্তাব খারিজ করেন। তাঁদের মতে, পর্ষদ যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিচ্ছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে জানানো হোক সে কথা। এর ফলে পরবর্তী নিয়োগে কোনও প্রশ্নের অবকাশ থাকবে না। একই সঙ্গে তাঁরা জানান, ২০১৪ ও ২০১৭-র টেট-এ সফল এবং প্রশিক্ষণপ্রাপ্ত সব প্রার্থী এখনও নিয়োগপত্র পাননি। তাঁরা নানা জায়গায় ধর্না-অবস্থান-বিক্ষোভে সামিল। এখন নতুন করে টেট নিলে সমস্যা বাড়বে। 

যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল্টা প্রশ্ন তোলেন - সেট বা নেট-এ সফল সব প্রার্থী কি কলেজ-বিশ্ববিদ্যালয়ে চাকরি পান!

close