Kode Iklan atau kode lainnya

এই মাসেই সরকারি কর্মীদের DA বাড়ছে? আপনার বেতন কত বাড়বে? হিসাব করে দেখেনিন

ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ

নিউজ ডেস্ক: ভালো খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। এই মাসেই DA বাড়ছে সরকারি কর্মীদের! আপনার বেতন কত বাড়বে? হিসাব কষে নিন।  কবে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের শেষের দিকেই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সেক্ষেত্রে অনেকটাই বেতন বাড়বে।

সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে চলতি মাসের শেষের দিকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) অথবা ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। 

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা ডিআর চার শতাংশ বাড়ানো হতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআর বেড়ে দাঁড়াতে পারে ৩৮ শতাংশ। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।

যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেসিক স্যালারি ২৫,০০০ টাকা হয়, তাহলে ৩৪ শতাংশ হারে তাঁরা আপাতত ৮,৫০০ টাকা ডিএ পান। যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৩৮ শতাংশ হয়, তাহলে তাঁদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ দাঁড়াবে ৯,৫০০ টাকা। 

কারও মাসিক বেসিক স্যালারি যদি ৩৫,০০০ টাকা হয়, তাহলে আপাতত ডিএ বাবদ মাসে ১৩,৩০০ টাকা পান। যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৩৮ শতাংশ হয়, তাহলে মহার্ঘ ভাতা বাবদ তাঁরা মাসে ১৩,৩০০ টাকা পাবেন। 

কোনও সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি হল ৪৫,০০০ টাকা। তাহলে ডিএ বাবদ আপাতত মাসিক ১৫,৩০০ টাকা পাবেন। যদি ডিএ বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশ ঠেকে, তাহলে মহার্ঘ ভাতা বাবদ প্রতি মাসে ১৭,১০০ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভালো খবর হলেও রাজ্য সরকারি কর্মীদের অবস্থা সেই তিমিরেই। কলকাতা হাইকোর্টে এই নিয়ে নিয়ে শুনানি সম্পন্ন হয়েছে তবে এখনও রায় ঘোষণা হয়নি। আগামী সতাহে রায় দেওয়া হতে পারে। সেই দিকেই তাকিয়ে আছেন কর্মীরা। 

close