Kode Iklan atau kode lainnya

আমার বাড়িতে গেলে আন্দোলন করতে রাস্তায় নামবেন তো? জনতাকে বড় প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গোরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। কেন্দ্রীয় সংস্থার হাতে পর পর দলের দুই গুরুত্বপূর্ণ নেতা গ্রেফতার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরাসরি পাল্টা আক্রমণের পথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বাড়িতে গেলে আন্দোলন করতে রাস্তায় নামবেন তো? জনতাকে প্রশ্ন করলেন মমতা। 

বেহালায় দলীয় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘কতজনকে গ্রেফতার করবে? আমি সবাইকে নিয়ে জেল ভরো আন্দোলন করব।’’

অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা কর্মী-সমর্থদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘কাল যদি আমার বাড়িতে যায়, কী করবেন? রাস্তায় নামবেন তো! গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ে নেব। কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো! যদি আমার কোনও সহকর্মীকে ইচ্ছা করে জেলে ধরে রেখে দেয়, তা হলে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করতে হবে।’’ 

রবিবার ফের আন্দোলনের ডাক দিয়ে মমতা বলেন, ‘‘১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস। ওই দিন থেকে খেলা শুরু হবে। মিছিল, সভা, প্রতিবাদ, প্রতিরোধ শুরু হবে।’’

অনুব্রতকে গ্রেফতার প্রসঙ্গে মমতার প্রশ্ন, ‘‘কী বলছে এখন? গরুর টাকা নিয়েছে। গরুর টাকা কোথা থেকে আসে? উত্তরপ্রদেশ থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? বিহার থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? আমি অনেকবার বলেছি, আমাদের সীমানায় ঢুকতে দেব না। গরু দেখার দায়িত্ব কার? বিএসএফের। বিএসএফের মিনিস্টার কে? হোম মিনিস্টার অমিত শাহ। কয়লা কার অধীনে? কোল ইন্ডিয়ার অধীনে। যা কেন্দ্রীয় সরকারের অধীনে।’’

নেতা, কর্মীদের পথেই হাঁটার নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘আমাদের পরাধীন করে রাখা হয়েছে। পথে নামতে হবে। সেটা শুরু হবে খেলা হবে দিবস থেকে। ব্লকে ব্লকে খেলতে খেলতে মিছিল করুন। বিজেপি দেখলেই বলবেন, সবচেয়ে বড় চোর কে? বিজেপি, সিপিএম, কংগ্রেস ভাই ভাই। বাংলায় এদের ঠাঁই নাই।’’

close