Kode Iklan atau kode lainnya

১৯ অগস্টের মধ্যে বকেয়া DA না দিলে আদালত অবমাননার মামলা করবে রাজ্য সরকারি কর্মীরা

বকেয়া ডিএ মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। সেই মোতাবেক ইতিমধ্যে দু'মাস ২০ দিন কেটে গেলেও রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। 

'কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে রাজ্য সরকার' - এখনও সেই আশা ছাড়ছেন না রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সেই সময়সীমার মধ্যে বকেয়া ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মিটিয়ে না দেওয়া হলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে জানিয়ে দিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ। 

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় আদালতের রায় সরকার মেনে চলবে বলে আমরা মনে করি। সেটা সরকার সবসময় করে থাকে। আমাদের বিশ্বাস, হাইকোর্টের রায় মেনে নেবে রাজ্য সরকার।’

সেই পরিস্থিতিতে চলতি মাসের শুরুতেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের তরফে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, ‘আমরা আশা করছি, মহামান্য আদালতে নির্দেশ মতো নির্দিষ্টের মধ্যে (২০২২ সালের ১৯ অগস্ট) মধ্যে কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’ 

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ১৯ অগস্টের মধ্যে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, তাহলে শীর্ষ আদালতে লড়াই হবে। ইতিমধ্যে কনফেডারেশনের তরফে ক্যাভিয়েট দাখিল করা আছে।

তবে ১৯ অগস্টের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়া না হলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, ১৯ অগস্টের পরও যদি রাজ্য সরকার হাত-পা গুটিয়ে বসে থাকে, তাহলে আগামী ২২ অগস্ট আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। কারণ ২০ অগস্ট শনিবার এবং ২১ অগস্ট রবিবার। তারপর আদালত যে রায় দেবে, সেটা মাথা পেতে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। সেই মোতাবেক ইতিমধ্যে দু'মাস কেটে গেলেও রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।

কত ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের দাবি, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত নিয়ম মোতাবেক ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বকেয়া ডিএ যাতে রাজ্য সরকার মিটিয়ে দেয়, সেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, গ্রুপ ‘ডি’ কর্মীরা বকেয়া ডিএ বাবদ ২৭৮,০০০ টাকা পাবেন। গ্রুপ 'সি' কর্মীরা ৩৭৩,০০০ টাকা পেতে পারেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, আপার ডিভিশন অ্যাসিসট্যান্টের ক্ষেত্রে বকেয়া ডিএয়ের অঙ্কটা প্রায় পাঁচ লাখ টাকা। 

close