Kode Iklan atau kode lainnya

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু চলতি মাসের তৃতীয় সপ্তাহেই! কী জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার?

উচ্চ প্রাথমিকের (Upper Primary) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

নিউজ ডেস্ক: তবে কি দীর্ঘ এত বছরের অপেক্ষা শেষ হবে? উচ্চ প্রাথমিকের (Upper Primary) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কি শুরু হবে এ মাসের তৃতীয় সপ্তাহেই? জল্পনা চাকরিপ্রার্থী মহলে। 

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার কলকাতা চলো অভিযানের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। যদিও বাস থামিয়ে চাকরিপ্রার্থীদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। 

মঞ্চের তরফে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন মঞ্চ তরফে তিনজন প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন। তিনি ডেটা রুম খুলে আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। 

অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, "শুধুমাত্র কোর্ট অর্ডার পালনের জন্য ডেটা ও সার্ভার রুম খোলা যাবে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার ব্যাপারে ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে। সেটা সিবিআই এনআই'সির আধিকারিকদের আমরা জানিয়েছি। ওদের সাহায্যে শীঘ্রই লিংক আপলোড করার কাজ হবে। তবে সরকারি নির্দেশ কার্য করে ডেটা ও সার্ভার রুম খোলার ব্যাপারে শুনানি রয়েছে ১৮ই আগস্ট।"

চাকরিপ্রার্থীদের একাংশের আশা ১৮ই আগস্ট এর পরেই যাবতীয় আইনি জটিলতা কেটে যাবে। ফলে শীঘ্রই শুরু হবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

close