Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন

 উচ্চ প্রাথমিকের থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া

নিউজ ডেস্ক: উচ্চ প্রাথমিকের থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া আবার চলতে শুরু করল। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল স্কুল সার্ভিস কমিশন। মোট 1100 জন চাকরি প্রার্থীদের ফের ডকুমেন্টস আপলোড করার সুযোগ দিল এসএসসি। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হল। আগামী 13ই আগস্টের মধ্যে আপলোড প্রক্রিয়া শেষ করতে হবে।

অবশেষে দীর্ঘ ৮ বছরের জট কাটতে চলেছে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালতের নির্দেশ মেনে ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাননীয় হাইকোর্টের ম্যাট নং 638-এর আদেশ মেনে 1100 (1098+2) প্রার্থীদের তাদের নথি আপলোড করতে  অনুমতি দেওয়া হয়েছে।

এই 1100 এর তালিকা (1098+2) আলাদাভাবে সংযুক্ত করা হয়েছে (যা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করার পরে দেখা যাবে। শুধুমাত্র এই 1100 (1098+2) প্রার্থীদের অনুমতি দেওয়া  হয়েছে 05.08.2022 থেকে 13.08.2022 (রাত 11.59 এর মধ্যে) এর মধ্যে তাদের নথিগুলি আপলোড করার।  লিঙ্ক খোলার পর দেওয়া নির্দেশ অনুযায়ী তথ্য আপলোড করতে হবে। 

দয়া করে মনে রাখবেন যে এটি আপনার আপলোড করার চূড়ান্ত সুযোগ। নথিপত্র আপলোড উল্লিখিত শেষ তারিখ এবং সময়ের মধ্যে করতে ব্যর্থ হলে আবেদন পত্র বাতিল হয়ে যাবে। 

Click here for uploading documents in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education) 

close