ব্রেকিং

6/recent/ticker-posts

কলেজে গেস্ট লেকচারার-অধ্যাপক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে, জানুন আপডেট

 

নিউজ ডেস্ক: রাজ্যে অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। ২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যের কলেজগুলির অতিথি অধ্যাপকদেরকে স্থায়ী করে দেওয়া হয়। নাম দেওয়া হয় স্টেট এডেড কলেজ টিচার্স বা স্যাক্ট। এই নিয়োগে বেনিয়মের অভিযোগে এক সমাজকর্মী মামলা দায়ের করলেন হাইকোর্টে। আদালত সেই মামলা গ্রহণ করে। 

এই মামলার শুনানি আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সম্পন্ন হল। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনে। বেআইনি ভাবে অতিথি অধ্যাপকদেরকে স্থায়ী করে দেওয়ার অভিযোগ তোলা হয়। আদালত উভয় পক্ষকে কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ সেপ্টেম্বর। 

মামলাকারীর অভিযোগ, কলেজে গেস্ট লেকচারার নিয়োগেও বেনিয়ম হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। তাঁদের প্রশ্ন, “কলেজে শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, অথচ লেকচারার হিসেব নিয়োগ কীভাবে?” এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়। মামলায় ১২ থেকে ১৪ হাজার গেস্ট লেকচারার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।  

কলেজের আংশিক সময়ের শিক্ষক, চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষক এবং অতিথি শিক্ষক এই তিন ধরনের পদ তুলে দিয়ে একটিই পদ গড়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই শিক্ষকদের বলা হবে ‘স্টেট এডেড কলেজ টিচার’।

মামলাকারীর বক্তব্য, ২০১৯ সালে কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্যের কলেজগুলিতে ১২ হাজার অতিথি অধ্যাপককে স্থায়ী করে দেওয়া হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ, এরমধ্যে বহু নিয়োগে যোগ্যতার ন্যূনতম মানদণ্ড মানা হয়নি। বেনিয়ম হয়েছে নিয়োগে। তাই নিয়েই মামলা দায়ের হয়েছে আদালতে। আগামীকাল শুক্রবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। 

close