Kode Iklan atau kode lainnya

মিলছে না চাকরির অ্যাপ্রুভাল, চাকরির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছেন শিক্ষকরা

নিউজ ডেস্ক: বদলি নিয়ে কাছের স্কুলে কাজে যোগ দিয়েছেন, তবে অন্য এক সমস্যার মুখে পড়ছেন বদলি হওয়া শিক্ষকদের একাংশ।  বহু শিক্ষক বদলি হলেও আটকে চাকরির অ্যাপ্রুভাল। এ নিয়ে উঠছে প্রশ্ন। কাছের স্কুলে বদলি হওয়ার পরেও স্বস্তি নেই। 

স্কুলের ভুলেই উৎসশ্রী পোর্টালে উঠেছিল ভুল বিষয়ের শূন্যপদ। তা দেখে কাজে যোগ দেওয়ার পর নজরে আসে ঘটনা। বিপত্তির শুরু সেখানেই। 

সংশ্লিষ্ট শিক্ষক যে বিষয়ের শূন্যপদে যোগ দিয়েছেন, তা আসলে ‘শূন্য’ নয়। তাতে পর্যাপ্ত শিক্ষক ইতিমধ্যেই রয়েছেন। বরং শূন্যপদ রয়েছে অন্য বিষয়ে। একইভাবে কেউ মাধ্যমিক বা নর্মাল সেকশনে যোগ দেওয়ার পর জানতে পারছেন, আসলে শূন্যপদ রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে। এই পাকেচক্রে এমন বহু শিক্ষক ঘুরে বেড়াচ্ছেন ডিআই এবং শিক্ষাদপ্তরের দরজায়। 

এই দায় কার, তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ফলে বেতন পেলেও তাঁদের চাকরির অ্যাপ্রুভাল মিলছে না। সব মিলিয়ে চাকরির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছেন শিক্ষকরা।

এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ মণ্ডল বলেন, শিক্ষকরা ভুল না করেও হয়রানির শিকার হচ্ছেন। এর সুরাহা শিক্ষাদপ্তরকেই করতে হবে।

close