Kode Iklan atau kode lainnya

প্রতি বছর প্রাথমিকের টেট নেওয়া হবে, নিয়োগ নিয়ে বড় মন্তব্য পর্ষদের নতুন সভাপতি গৌতম পালের

 প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নিয়েই জানালেন পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল

নিউজ ডেস্ক: প্রতি বছর প্রাথমিকের টেট  নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নিয়েই জানালেন পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। 

এই মুহূর্তে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিতে তোলপাড়৷ এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি বললেন কোনও কিছু লুকবো না৷ কোনও অস্বচ্ছতা থাকবে না৷ প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে৷ প্রত্যেকের অভিযোও শুনব৷ দায়িত্ব নিয়েও স্বচ্ছতার আশ্বাস গৌতম পালের৷ 

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক নিয়োগে চলছে সিবিআই তদন্ত। প্রশ্নের মুখে পড়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। বারেবারে ডাক করছে ইডি। এরই মধ্যে বড় দাবি করলেন নতুন সভাপতি গৌতম পাল।

প্রসঙ্গত উল্লেখ্য, মানিক ভট্টাচার্যকে সরিয়ে গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নিয়েছেন গৌতম পাল।তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। 

অন্যদিকে, প্রাথমিক নিয়োগে প্রশ্ন ভুল কাণ্ডে নম্বর পাওয়া চাকরিপ্রার্থীরা কেন বঞ্চিত হচ্ছেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের হলফনামা চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে আজ,  বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সরব হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

close