‘আসলে ও সারাজীবন অনেক ষড়যন্ত্রের...' এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন ঘনিষ্ঠ অর্পিত

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবার সরাসরি পার্থের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায়। তিনি দাবি করলেন, সারা জীবন কিছু মানুষের সঙ্গে ষড়যন্ত্র করেছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। তাই ইডি গ্রেপ্তার করার পর এখনও তিনি ষড়যন্ত্রই দেখছেন।

তাপসবাবু বলেন, ইডি গ্রেপ্তার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনি ষড়যন্ত্র বলছেন। তাই ওঁনাকে বলছি, ষড়যন্ত্র ষড়যন্ত্র না বলে, ঠিক কী ষড়যন্ত্র 

সেটা আদালতকে জানান। এমনকী ষড়যন্ত্রের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও উনি জানান। তালে সবটা স্পষ্ট হয়ে যাবে।

কিন্তু কেন আজ পার্থবাবুর মুখে ‘ষড়যন্ত্র’-এর কথা শোনা যাচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছেন তাপস রায়। তাঁর বক্তব্য, সারা জীবন কিছু মানুষের সঙ্গে ষড়যন্ত্র করেছেন পার্থবাবু। ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে তাঁর। তাই এখানেও তিনি ষড়যন্ত্র দেখছেন। রাজনৈতিক মহল মনে করছে, তাপসবাবুর ওই বক্তব্য অনুযায়ী, পার্থবাবু দলীয় পদে থাকাকালীনও ষড়যন্ত্রই করেছেন। সেগুলিও সামনে আনা দরকার।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷ 

জিজ্ঞাসাবাদের সময় ইডি-র তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’’ জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, শুনেছি৷ এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, 'এটা কি আপনার টাকা?' জবাবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ওই টাকা তার নয়৷

CommentTutupHere
close