Kode Iklan atau kode lainnya

SSC Scam: 'চোর পার্থকে ফাঁসি দিন!’

 চোর পার্থকে ফাঁসি দিন

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন তাঁর বিশেষ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তাঁদেরকে নিয়ে এই মুহূর্তে সরগরম গোটা বাংলা।  পার্থ-অর্পিতার গাড়ি দেখা মাত্রই শুরু হয়ে গেল চিৎকার। সমবেত স্লোগান। দাবি একটাই, 'চোর পার্থকে ফাঁসি দিন'। 

শুক্রবার পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়কে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল ইএসআই জোকাতে। আর সেখানেই শুক্রবার ঘটে এই ঘটনা। 

পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি উদ্দেশ করে স্লোগান উঠল, 'পার্থ চোর'। স্লোগান দিলেন ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষ। 'চোর পার্থ'কে ফাঁসি দেওয়ার দাবি জানালেন তাঁরা। ইএসআই জোকায় স্বাস্থ্যপরীক্ষার পর আদালতের উদ্দেশে রওনা দেয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি। তখনই ইএসআই হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে বেরোনোর সময়, দু'ধারে দাঁড়িয়ে থাকা রোগীর পরিবার এবং সাধারণ মানুষরা ক্ষোভে ফেটে পড়েন। বার বার স্লোগান তোলেন, 'চোর পার্থকে ফাঁসি দিন।'

ইএসআই জোকায় স্বাস্থ্যপরীক্ষা করে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ করে জুতো ছুড়ে মারেন এক মহিলা। আমতলার বাসিন্দা শুভ্রা ঘোড়ুই নামে ওই মহিলার ছোড়া জুতো পার্থ চট্টোপাধ্য়ায়ের গায়ে অবশ্য লাগেনি। জুতো লাগে গাড়িতে। তবে সেজন্য তাঁকে আফশোস করতেও শোনা যায়। বলেন, 'জুতোটা মাথায় লাগলে শান্তি পেতাম।' 

শুক্রবার ফের ইএসআই জোকায় আনা হয় পার্থ-অর্পিতাকে। এদিনও পার্থর মুখে ছিল কুলুপ। অন্যদিকে অর্পিতা বলেন, যা বলার ইডিকে বলে  পার্থকে দেখেই সমবেত স্লোগান শুরু হয়। রোগীর পরিজন থেকে সাধারণ মানুষ চিৎকার করতে থাকেন, 'চোর পার্থকে ফাঁসি দিন।'



close