Kode Iklan atau kode lainnya

টেট কেলেঙ্কারি: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে নথি সহ মানিক ভট্টাচার্যকে ফের তলব করল ইডি

টেট কেলেঙ্কারি: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে নথি সহ মানিক ভট্টাচার্যকে ফের তলব করল ইডি

নিউজ ডেস্ক: ফের ডাক পড়ল অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। আগামী সপ্তাহে মানিককে তলব করল ইডি। সব তথ্য নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকের টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময় বেশ কিছু নথি হাতে এসেছিল ইডির। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ। যদিও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ইডি। গত সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন মানিক ভট্টাচার্য৷ প্রায় ৪ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে একাধিক নথির কথা উল্লেখ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি৷ ইডির তরফে ওই দিনেই মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে৷ ওই দিন সমস্ত তথ্য আনতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই কয়েকশো শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। দুর্নীতির মূল খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বারেবারে নাম আসছে মানিক ভট্টাচার্যর। এই অবস্থায়, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড় অবধি পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

close