Kode Iklan atau kode lainnya

দিতেই হবে ৩১% বকেয়া DA, আইনি পথেই মিলবে জয়, সময় কিনতেই আদালতের দ্বারস্থ রাজ্য!

ডিএ মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মী

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশ অনুযায়ী ৩১% বকেয়া DA দিতেই হবে রাজ্য সরকারকে। আইনি পথেই জয় আসবে, আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা। বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) পাবেন, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী ১৯ অগস্টের মধ্যে কলকাতা হাইকোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। একেবারে শেষলগ্নে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৯০ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের দাবি, সময় বাড়াতেই একেবারে শেষ মুহূর্তে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। তাতে কোনও লাভ হবে না। ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদেরই জয় হবে বলে সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে।

কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের দাবি, কলকাতা হাইকোর্টের রায়ের পর রিভিউ পিটিশন দাখিলের অনেকট সময় ছিল রাজ্যের হাতে। কিন্তু পরিকল্পনামাফিক সময়সীমার একেবার শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে আইনি পথে জয়ের বিষয়ে আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা।

গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। তা নিয়ে এতদিন কোনও উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হল নবান্ন। 

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের দাবি, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত নিয়ম মোতাবেক ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বকেয়া ডিএ যাতে রাজ্য সরকার মিটিয়ে দেয়, সেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হিসাব অনুযায়ী, গ্রুপ ‘ডি’ কর্মীরা (বেতনক্রম ৬,৬০০ টাকা হলে) বকেয়া ডিএ বাবদ ২৭৮,০০০ টাকা পাবেন। গ্রুপ 'সি' কর্মীরা (বেতনক্রম ৮,৮০০ টাকা) ৩৭৩,০০০ টাকা পেতে পারেন। আপার ডিভিশন অ্যাসিসট্যান্টের ক্ষেত্রে বকেয়া ডিএয়ের অঙ্কটা প্রায় পাঁচ লাখ টাকা। 

close