Kode Iklan atau kode lainnya

‘হয় এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, না পারলে পাগলা গারদে বাস করুন’, নিয়োগ নিয়ে মমতাকে চ্যালেঞ্জ বিকাশের

শিক্ষক নিয়োগ বিকাশ মমতা

নিউজ ডেস্ক: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বামনেতা তথা আইনজীবী সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করুন, মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধীদের ঘাড়ে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা আদালতে গিয়ে আটকে দিচ্ছে বলেই নিয়োগ হচ্ছে না! এমনই মন্তব্য করলেন তিনি।

আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘সিপিএম-এর বিকাশবাবু। চাকরির জন্য় রোজ রোজ এটা কাটো, ওটা কাটো বলে যাচ্ছে। দেখাচ্ছেন কত সাধু পুরুষ। ভাজা মাছ উল্টে খেতে জানেন না। ওঁকে জিজ্ঞেস করুন, আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল? তাঁরা কি বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য় ছিলেন? ফাইলটা বার করব আমি? সেই ফাইল আপনি দেখাবেন, নাকি আমি? আমরা শুরু থেকে বলে আসছি, বদলা নয়, বদল চাই। তাই সেগুলো করিনি আমরা। এটা মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে আপনাদের।’’

এরই পাল্টা প্রতিক্রিয়া দিয়ে মুখ্যমন্ত্রীকে একরকম চ্যালেঞ্জ জানালেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আমি আগেও বলেছি। কোনভাবেই চোর যোচ্চরদের চাকরী করতে দেব না। আগামী দিনে সরকার হলে আরও লড়াই করব। যদি পারেন আটকে দেখান। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ। তিনি বলেন, আমি ওনাকে বলতে চাই ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করুন। তাহলে আমি ওনাকে এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো। না পারলে উনি পাগলা গারদে বসবাস করুন।

১৭ হাজার শিক্ষক নিয়োগ করতে চাই, তবে মামলার জন্য পারছি না’, একুশের সমাবেশে এমনই মন্তব্য করলেন তিনি। তৃণমূলের একুশে জুলাইতে (21 July) জন বিস্ফোরণ। ভোর থেকেই ধর্মতলার দিকে জনস্রোত। রঙিন কলকাতা। নাচের ছন্দে, ঢাকের বোলে, শঙ্খনিনাদে উত্সবে মাতলেন সমর্থকরা। 

বাংলার হাজার হাজার চাকরিপ্রার্থীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ''১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরিই আছে। ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি। কোর্টে কেস চলছে বলে হচ্ছে না। এছাড়াও দেউচা পঁচামিতে ১ লাখের উপর চাকরি হবে। তাজপুর পোর্ট তৈরি হচ্ছে সেখানেও ১২ হাজার চাকরি হবে। সিলিকন ভ্যালি হচ্ছে। ৫০ হাজার চাকরি হবে। ডানকুনি থেকে পানাগড় হয়ে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।''

close