Kode Iklan atau kode lainnya

‘ভুল করলে তাঁর শাস্তি হবে, আমার পাড়ায় লোক ঘুরে বেড়াচ্ছে, বাড়ি জিজ্ঞাসা করছে’, বড় মন্তব্য মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল চিত্র

নিউজ ডেস্ক: এবার বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ির খোঁজে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। এমনটাই তাঁকে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ঠিক কাকে লক্ষ্য করে ওই কথা বলেছেন, তা স্পষ্ট না করলেও তৃণমূলের একটি অংশের দাবি, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ইডি বা ওই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলতে চেয়েছেন। 

বুধবার হিন্দমোটরে এক কর্মসূচিতে মমতা বলেন, ‘‘ববি বলছিল, সকাল থেকে আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সকলকে জিজ্ঞাসা করছে, আমার বাড়ি কোনটা! আরে আমার বাড়ি তো সকলে চেনে। আয় না!’’ মমতার কথা থেকে এটা স্পষ্ট যে, তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, তাঁর পাড়ায় সকাল থেকে লোক ঘুরছে। ‘আগন্তুকেরা’ তাঁর বাড়ির খোঁজও করছে বলে অভিযোগ মমতার।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘২১ তারিখে বড় মিছিল করার পরে ২২ তারিখে কোনও ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনি পদক্ষেপ করবেন। কিন্তু মধ্যরাত্রে কেন? ভোর ৫টায় কেন? এতগুলো সব এক দিনে পেয়ে গেলেন?’’ 

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন, ‘রাইট টু মেক ব্লান্ডার।’ ভুল কি কারও হয় না? যদি কেউ ভুল করেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ভুল করলে তা আইনত প্রমাণ হলে নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তাঁর শাস্তি হবে।’’

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কিন্তু এখন বিচারকরা বিচার করার আগেই সংবাদমাধ্যমই আপনাকে চোর বানিয়ে দিচ্ছে! তাদের মধ্যেও যে কত বড় বড় চোর আছে, সেটা কিন্তু তারা দেখতে পায় না। তারা কিন্তু নানা রকম দালালি করে খায়। আমি সকলের কথা বলছি না। কিন্তু এরা সকলকে চোর বানায়। ওরা চায়, বাংলায় কিছু হবে না। শুধু বদনাম করো। আমি এ সব পরিকল্পনা জানি।’’ 

close