Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: ২০১৭ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় ৮টি প্রশ্ন ভুল! প্রশ্নকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

নিউজ ডেস্ক: ফের মামলার কবলে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ এর পর এবার ২০১৭ এর প্রাথমিকের টেট প্রশ্ন নিয়েও প্রশ্ন ওঠে গেল। ২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করা হল। বিচারপতি মামলার অনুমতি দিয়েছেন। ফলে আবারও প্রশ্নের মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল। মোট ৮ টি প্রশ্ন ভুল বলে আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি গড়ে ৮ প্রশ্নের নিষ্পত্তি চেয়ে আবেদন করা হয়েছে। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার এই মামলার শুনানি হবে।

২০১৭ সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেই পরীক্ষায় আড়াই লক্ষের মতো প্রার্থী ফর্ম পূরণ করেন। দীর্ঘ প্রতীক্ষার পরে, ২০২১ সালের ৩১ জানুয়ারি আমাদের লিখিত পরীক্ষা হয়, যার প্রশ্ন ছিল খুব কঠিন। ফল বেরোয় চলতি বছরের ১০ জানুয়ারি। লিখিত পরীক্ষায় মাত্র ৯৮৯৬ জন পাশ করেন। 

এবার এই টেট পরীক্ষা নিয়েও আদালতে প্রশ্ন ওঠে গেল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার অনুমতি দিয়েছেন। এখন দেখার মামলা কোথায় গিয়ে দাঁড়ায়! 

close