Kode Iklan atau kode lainnya

অর্পিতার যখের ধন: ১০০ কোটিরও বেশি সম্পত্তি, ১০ বিঘা জমি, একাধিক ফ্ল্যাট, ৪টি গাড়ি, কোটি টাকার ফিক্সড ডিপোজিট

অর্পিতার সম্পত্তি

নিউজ ডেস্ক: এক সপ্তাহের মধ্যে টালিগঞ্জ ও বেলঘরিয়ায় অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হল ৫০ কোটি টাকা। আগেই টালিগঞ্জে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। এরপর বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি। 

ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার অপারেশনে ক্লাবটাউন হাইটসের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৩ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির দলিল। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। আসুন দেখেনিই এখনও পর্যন্ত খোঁজ পাওয়া অর্পিতার সম্পত্তির পরিমাণ-

অর্পিতার যখের ধন

● মোট সম্পত্তি ১০০ কোটিরও বেশি

● অর্পিতার দুই ফ্ল্যাটে উদ্ধার ৫৫ কোটি ৪৩ লক্ষ টাকার সম্পত্তি

●অর্পিতার নামে প্রায় এক কোটি টাকার ফিক্সড ডিপোজিট

টালিগঞ্জের ফ্ল্যাটে উদ্ধার সম্পত্তি

● নগদ ২১ কোটি ৯০ লক্ষ

● ৫৬ লক্ষ টাকার বিদেশি মুদ্রা

● ৭৬ লক্ষ টাকার সোনার গয়না

বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার সম্পত্তি

● নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা

● ৪ কোটি ৩১ লক্ষ টাকার

● সোনার গয়না

স্থাবর সম্পত্তি

●ক্লাবটাউন, এমএম ফিডার রোড, বেলঘরিয়ার দেওয়ানপাড়ার পৈতৃক বাড়ি, ৮ নং ইস্ট বালিগঞ্জ প্লেস, শান্তিনিকেতনে 'অপা' নামের বাগানবাড়ি

● কসবার ইচ্ছে এন্টারটেনমেন্ট, আনন্দপুরে ফ্ল্যাট

● ভাঙড়ের তাড়দহে ১০ বিঘা জমি

● পঞ্চসায়রের নয়াবাদে বাড়ি

ইডির নজরে

● শান্তিনিকেতনের দুটি বাড়ি,

● গেস্টহাউস, টেক্সটাইল সংস্থা

● অর্পিতার বেনামে থাকা ৪টি গাড়ি

close