Kode Iklan atau kode lainnya

Big Breaking: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম হলেন কোচবিহারের অদিশা দেবশর্মা

নিউজ ডেস্ক: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করল। বেলা ১১টা থেকে আনুষ্ঠানিক ফলপ্রকাশ হল।

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলেন অদিশা দেবশর্মা। নম্বর পেয়েছেন ৯৯.৬ শতাংশ। মোট নম্বর পেয়েছেন ৪৯৮।  ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন সায়নদীপ সামন্ত।  ৪৯৬ জন পেয়ে তৃতীয় হয়েছেন ৪ জন।

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে কিছুটা যেন বিস্মিত অদিশা। তিনি বলছেন, ‘‘আমি মাধ্যমিকে ৬৭৮ পেয়েছিলাম। তার পর উচ্চ মাধ্যমিকে প্রিয় বিষয়গুলো নিয়ে পড়েছিলাম। বাবা-মা আমাকে প্রেরণা দিয়েছিলেন। তবে কেউ পড়াশোনা নিয়ে কখনও জোর খাটায়নি আমার উপর। অনলাইন ক্লাসের সময় স্কুলের শিক্ষকরাও আমাদের খুব সাহায্য করেছেন। আমি ভাল ফল করব, এই আত্মবিশ্বাস ছিল। তবে ভাবতে পারিনি এত ভাল ফল হবে।’’

অদিশা বলেন, ''বাবা-মা সবার মুখ উজ্জ্বল করতে পেরেছি। আমি খুব যে বেশি সময় পড়েছি, তা নয়। সারাদিন বই নিয়ে বসে থাকতে ভালো লাগে না। আজ মজা করব সবার সঙ্গে। শিবের পুজো করেছি। প্রথম খবর শোনার পর কেঁদে দিয়েছিলাম। টিচাররা সবাই সাহায্য করেছে। অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চাই। নাচ করতে খুব ভালোবাসি। আবৃত্তিও করি।''

প্রথম স্থানে -অদীশা দেবশর্মা। দিনহাটা, কোচবিহারের। পেয়েছেন ৪৯৮ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ।

দ্বিতীয় হয়েছেন - পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। পেয়েছেন ৪৯৭ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ।

তৃতীয় – রোহিত সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৬।

উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। চতুর্থ হয়েছে আট জন।

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ষষ্ঠ হয়েছেন ৩২ জন

উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২। 

অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১।

নবম স্থানে রয়েছেন ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। ৯৮ শতাংশ নম্বর।

দশম স্থানে রয়েছেন ৬৯ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

উচ্চমাধ্যমিকে প্রথম দশে আছেন ২৭২ জন। ছাত্র ১৪৪, বাকিরা ছাত্রী

পরীক্ষার জন্য মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭লক্ষ ৪৪ হাজার ৬৫৫ 

এই বছর পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২

মোটা পাস করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫

পাশের হার ৮৮.৪৪ শতাংশ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি

এবছর, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল ৪২ দিনের মাথায়। এসএমএস, পোর্টাল এবং ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট। নিচের ওয়েবসাইটগুলো থেকে উচ্চ মাধ্যমিকের ফল জানতে পারবেন। 

http://wbresults.nic.in

http://www.exametc.com

http://www.results.shiksha

http://www.indiaresults.com

https://wbchse.nic.in

close