Kode Iklan atau kode lainnya

কাটছে না জট! SSC-র নিয়োগ ঘিরে সংশয় জারি

নিউজ ডেস্ক: টানাপড়েনের জেরে দীর্ঘ আট বছর ধরে থমকে রয়েছে স্কুলে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যেই দুইবার ইন্টারভিউ নেওয়া সম্পন্ন হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। কলকাতা হাইকোর্টে শুক্রবারের শুনানিতেও উচ্চ প্রাথমিকে নিয়োগ জট কাটার ইঙ্গিত মিলল না। 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) আদালতে প্রশ্ন তুলেছিল, ডেটা রুম বন্ধ থাকলে পরবর্তী প্রক্রিয়া শুর করবে কী করে? শর্তসাপেক্ষে ডেটা রুম খোলার কথা বলেছে আদালত। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ডিভিশন বেঞ্চের বেঞ্চের নির্দেশ মেনে চলছিল এসএসসি। তবে সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রেক্ষিতে এসএসসি তা মেনে চলতে সমস্যায় পড়ছে। প্রধান শিক্ষক নিয়োগেও অসুবিধা হচ্ছে বলে খবর।

শুক্রবারের শুনানি শেষে বিচারপতি জানান, ৩০ জুনের মধ্যে সিবিআই ডেটারুম খুলে দেবে। তবে কমিশনকে নবম-দশম ও একাদশ-দ্বাদশের নম্বরের ব্রেক আপ এবং আ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করতেই হবে ১৫ জুলাইয়ের মধ্যে। তার পরে ডেটা রুম থেকে সিআরপিএফ তুলে কমিশনের হাতে তা দেওয়া হবে। সিবিআই, এনআইসি এবং এসএসসি আধিকারিকদের উপস্থিতিতে টেকনিক্যাল অফিসারদের ডেটা ও সার্ভার রুম খোলার কথা।

close