Kode Iklan atau kode lainnya

সিবিআইয়ের দখলে সার্ভার, এসএলএসটির মেধাতালিকা প্রকাশ নিয়ে বাড়ছে জটিলতা

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশ ছিল, ২০ মে-র মধ্যে ২০১৬ এসএলএসটি নবম-দশম শ্রেণির সমস্ত মেধাতালিকা নম্বর ও ডিভিশন সহ প্রকাশ করতে হবে। সেই সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে।  ২০১৬ এসএলএসটি মেধাতালিকা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা প্রকাশ না হওয়ায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল এসএসসি। যদিও উত্তরে তারা জানাল, সবকিছুই এখন সিবিআইয়ের হেফাজতে থাকায় তাদের পক্ষে ওই তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি বলেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল, ডিভিশন বেঞ্চেও কোন স্টে অর্ডার পড়েনি, তার পরেও এখনও তালিকা প্রকাশ করেনি এসএসসি। এরপরই কমিশনের আইনজীবীকে তলব করেন বিচারপতি।

কমিশনের আইনজীবী সুতনু পাত্র আদালতে জানান, সার্ভারে অসুবিধার জন্য তালিকা বের করা যাচ্ছে না। কারণ, সিবিআই সার্ভার নিজেদের দখলে রেখেছে। সব তথ্য ওখানেই আছে। সিবিআই অনুমতি না দিলে এটা পর্ষদের পক্ষে করা সম্ভব নয়। এটা শোনার পরই আগামী ২২ তারিখ হলফনামার আকারে মেধাতালিকা বের না করার কারণ জানতে চেয়েছে আদালত।

close