Kode Iklan atau kode lainnya

গ্রুপ ডি নিয়োগে বড় সিদ্ধান্ত রাজ্যের, দায়িত্বে স্টাফ সিলেকশন কমিশন, ২৫০০ আশা কর্মী নিয়োগ!

নবান্ন

নিউজ ডেস্ক: গ্রুপ ডি কর্মী নিয়োগে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে গ্রুপ ডি কর্মী নিয়োগে দায়িত্ব দেওয়া হল স্টাফ সিলেকশন কমিশনকে।  সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে "গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড" এর অবলুপ্তি ঘটানো হল। স্টাফ সিলেকশন কমিশন করবে এবার বিভিন্ন দপ্তরের গ্রুপ ডি নিয়োগ।

২০১৫ সালের নভেম্বর মাসে রাজ্য সরকার আইন করে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করে। সেই বোর্ডকে অবলুপ্ত করার সম্মতি দিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে রাজ্যের বিভিন্ন দফতরের অধীনে গ্রুপ ডি নিয়োগ এবার স্টাফ সিলেকশন কমিশন করবে।

রাজ্যে এই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হওয়ার পর একবারই নিয়োগ করেছিল এই বোর্ড। ২০১৭ সালের নিয়োগ পর্ব শুরু করে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। ২৫ লক্ষ আবেদন জমা পড়ে এই পরীক্ষার জন্য। ফল প্রকাশিত হয় ২০১৮ সালে।  ৬ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও নিয়োগ হয়েছিল ৫৫০০ পদে। প্রায় ৫০০ শূন্যপদে পর্যাপ্ত প্রার্থী পাওয়া যায়নি 

পাশাপাশি, সোমবারের মন্ত্রিসভার বৈঠকে ২৫০০ আশা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যে এই মুহূর্তে ৫০ হাজারেরও বেশি আশা কর্মী রয়েছেন।

close