দীর্ঘদিনের দাবি মেনে অনলাইন পিএফ চালু হচ্ছে, দেওয়া হবে আইডি-পাসওয়ার্ড

দীর্ঘদিনের দাবি মেনে অনলাইন পিএফ চালু হচ্ছে। চলতি অর্থবর্ষ থেকেই সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত, সরকার পোষিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রশিক্

নিউজ ডেস্ক: ভালো খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। দীর্ঘদিনের দাবি মেনে অনলাইন পিএফ চালু হচ্ছে। 

চলতি অর্থবর্ষ থেকেই সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত, সরকার পোষিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রশিক্ষণ কলেজ, পঞ্চায়েত, পুরসভা-সহ প্রায় ২১টি সরকারি দফতরের সাত লক্ষেরও বেশী কর্মীর প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সংক্রান্ত সব কাজ অনলাইন পোর্টালের মাধ্যমে করা হবে। 

রাজ্যের অর্থ দফতর সূত্রের খবর, পোর্টালের কাজ শুরু হয়েছে। আশা, সেপ্টেম্বরে তা চালু হবে। দায়িত্বে রয়েছে ডিরেক্টর অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইনসিয়োরেন্সের আধিকারিকেরা।

রাজ্য পেনশন দফতরের এক কর্তা জানান, তালিকাভুক্ত সব কর্মীকে আইডি-পাসওয়ার্ড দেওয়া হবে। তা দিয়ে মাসিক পিএফ সংক্রান্ত কাজকর্ম করতে পারবেন তাঁরা। এর ফলে পিএফেলে টাকা তোলা থেকে পিএফ ট্রান্সফার অনেক সহজেই হবে বলে মনে করা হচ্ছে।না

LihatTutupKomentar