Kode Iklan atau kode lainnya

‘স্থানীয় কারও উপর রাগ করে দলকে ভুল বুঝবেন না’, বড় বার্তা মমতার

নিউজ ডেস্ক: ‘স্থানীয় কারও উপর রাগ করে দলকে ভুল বুঝবেন না’‌, এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় সভায় এই মন্তব্য করেন তিনি। তবে কি মমতার ইঙ্গিত মন্ত্রী পরেশের দিকে? তৈরি জল্পনা।

মমতার কোনও কর্মসূচিতে ডাকা হয়নি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। ফলে তাঁর সঙ্গে যে দূরত্ব বজায় রাখা হচ্ছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে এই বিধায়কের। অন্যায় ভাবে চাকরি দেওয়া হয়েছিল মন্ত্রী অঙ্কিতা অধিকারীকে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফলে মমতা পরেশের সঙ্গে দূরত্ব বাড়াতে সচেষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায বলেন, ‘স্থানীয় কারও উপর রাগ করে দলকে ভুল বুঝবেন না। কোনও ভুল বোঝাবুঝি থাকলে আমায় দোষ দিন। ভুল করলে আমরা তা সংশোধনও করি। কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। আমায় গাল দিন। আমায় দোষ দিন। কিন্তু বিজেপির কথায় তৃণমূলকে ভুল বুঝবেন না। তৃণমূলকে শক্তিশালী করুন। যা পাননি, সেটাও পাবেন।’

মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেন ‘ওরা জীবনে কোনওদিন কিছু করেনি, আর কিছু করবেও না। তিনি বলেন, ভুল করলে তাঁরা করেন, আবার তাঁরাই সংশোধন করেন। সেই ক্ষমতা তৃণমূলের রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মিথ্যা কথা বলে। তিনি বলেন, বিজেপি ফেক ভিডিও ছাড়ে, কুৎসা রটায়।’

close