Kode Iklan atau kode lainnya

‘পরিবারের সদস্যদের চাকরি দিয়েছে SSC-র সদস্যরা, তাদের তৈরি থাকতে বলুন’, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বড় মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দিয়েছেন SSC-র সদস্যরা! এমনই মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

এর আগে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নিজের মেয়েকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। এ বার স্কুল সার্ভিস কমিশনের এক সদস্যের বিরুদ্ধে বেআইনি ভাবে বোনকে চাকরি দেওয়ার অভিযোগও প্রকাশ্যে এল। 

কমিশনের একাধিক সদস্য এই স্বজন পোষণের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্যে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তদন্তের আওতায় আসতে চলেছে কমিশনের সদস্যদের ভূমিকাও?

বিচারপতি জানালেন, শুধুমাত্র অবৈধভাবে নিযুক্ত উপদেষ্টা কমিটির সদস্যরাই নন, SSCতে স্বজনপোষণ করেছেন কমিশনের সদস্যরাও। এমনকী SSC-র আইনজীবীকে তিনি বলেন, ‘তাদের তৈরি থাকতে বলুন।’

শুনানি পর্বে এদিন আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘SSC-র একাধিক সদস্য স্বজনপোষণ করেছেন। আত্মীয় পরিজনদের চাকরি পাইয়ে দিয়েছেন তাঁরা। গ্রুপ ডি থেকে সহকারী শিক্ষক পদ পর্যন্ত এভাবে নিয়োগ হয়েছে। আমার কাছে সব নথি রয়েছে। ইচ্ছা করলে আমি এখনই তাদের নাম বলতে পারি। SSC-র এক সদস্য নিজের বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন। এদের তৈরি থাকতে বলুন।’

SSC দুর্নীতিতে এতদিন শুধুমাত্র সরকারের দ্বারা বেআইনিভাবে নিযুক্ত উপদেষ্টা কমিটির সদস্যদের বিরুদ্ধে অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছিল। এবার সরাসরি কমিশনের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছেন বলে জানালেন বিচারপতি। কমিশনের সদস্যরাও নিজের পরিবারের সদস্যদের বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বলে জানিয়েছেন বিচারপতি। 

close