Kode Iklan atau kode lainnya

'১৭ হাজার চাকরি খাব?' SSC-প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি সংশোধন করতে সময় দেওয়া হোক সরকারকে! এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। 

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিয়োগের ব্যাপারে ভুল হয়ে থাকলে সরকার তা সংশোধন করতে আগ্রহী। তাই সরকারকে সংশোধনের সময় দেওয়া হোক। তাঁর কথায়, “সংশোধন করতে না পারলে তখন না হয় আমাকে জেলে পাঠিও।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি জানি কাজ করতে গেলে ভুল হতে পারে। যদি এক লাখের মধ্যে পঞ্চাশটা ভুল হয়েও থাকে কিংবা না জেনে ভুল করে থাকে, তা হলে সময় দিতে হবে সংশোধন করার জন্য। তা ছাড়া আমি তো সাড়ে পাঁচ হাজার চাকরির সুযোগ তৈরি করেছি।”

সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, ''ওরা পার্থ দার বিরুদ্ধে কেস করছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি যাবে। পার্থ দার বিরুদ্ধে মামলা? ১৭ হাজার চাকরি খাব? যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে? কারও চাকরি খেতে দেব না। আমি মুশকিল আসান। সব সমস্যার সমাধান করে দেব।''

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ১ লক্ষ চাকরি হয়ে থাকলে, ১০০টা ভুল অস্বাভাবিক নয়। কিন্তু সেই ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। শুভেন্দুকে কটাক্ষ করে ‘দাদামণি’ বলেও উল্লেখ করেন মমতা।  মমতা জানান, ‘দাদামণি’রা ১৭ হাজার চাকরি চলে যাবে বলে দাবি করছেন। ‘দাদামণি’ নিজে যাঁদের চাকরি দিয়েছিলেন, সেই মানুষগুলির কী হবে, প্রশ্ন তোলেন মমতা। 

অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী  বলেন, ‘‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। এরাই ভোট লুট করতে সাহায্য করবে। পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে।’’

নিয়োগ দুর্নীতি নিয়ে এইমুহূর্তে গোটা রাজ্য উত্তাল। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ। তারপরে প্রাথমিকে সামনে এসেছে নিয়োগ দুর্নীতি। ইতিমধ্যেই ২৬৯ জনের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি-দুর্নীতি নিয়ে হাফ ডজন মামলায় কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। স্বাভাবিক ভাবে এ ব্যাপারে খড়্গহস্ত বিরোধীরা। বিধানসভার অধিবেশনেও বারবার সে প্রসঙ্গ তুলেছে বিরোধীরা। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছেন, 'প্রতি বছর শিক্ষক নিয়োগ আমরা করবো। এর জন্য প্রতি বছর টেট পরীক্ষাও নেওয়ার চেষ্ঠা করছি আমরা।' যদিও নতুন করে SSC-র বিজ্ঞপ্তি কয়েক বছর বের হয়নি।

এরই মধ্যে নিয়োগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভুল হলে সংশোধন করতে সময় দেওয়া হোক সরকারকে!

close