Kode Iklan atau kode lainnya

পার্থর মামলা সহ সমস্ত মামলার তদন্ত করবে সিবিআইয়ের 'সিট', বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিউজ ডেস্ক: এখন থেকে নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট। এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার তদন্ত ভার সিবিআইয়ের গঠিত সিটের হাতে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, গ্রুপ সি, গ্রুপ ডি, সহকারী শিক্ষক নিয়োগ, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের নজরদারিতে এই সিট-ই তদন্ত করবে। আজ এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নজরদারিতে সিবিআই ইনভেস্টিগেশন টিম তদন্ত করবে বলে আগেই জানিয়েছিল আদালত। হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআই সিটের তালিকা আজ আদালতে জমাও দিয়েছে। ৬ জন সদস্য রয়েছেন সেই তালিকায়। কিন্তু তারা ঠিক কোন কোন মামলা তদন্ত করবে? এদিন এও জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

জানা গিয়েছে, তদন্তকারী দলের মাথায় থাকবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এন বেনু গোপাল। বাকি সদস্যরা হলেন, রাজীব মিশ্র (সিবিআইয়ের শাখা প্রধান), ধরমবীর সিং (এডিশনাল এস পি), সত্যেন্দ্র সিং (ডেপুটি এস পি), এসি সি নিশি নামল, সোমনাথ বিশ্বাস (ইন্সপেক্টর), মলয় দাস (ইন্সপেক্টর), ইমরান আশিক (ইন্সপেক্টর)।

যদিও প্রথমে সিটের মাথায় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তারপরেই এন বেনুগোপালকে দায়িত্ব দেওয়া হয়। বিচারপতি জানান, ‘একজন জয়েন্ট ডিরেক্টর পদাধিকারী যেকোন তদন্তের ক্ষেত্রে একটি ছাতার মতো। তিনিই ঠিক করবেন কাকে কোথায় পাঠাবেন, কাকে সমন করবেন।’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন জানান, হাইকোর্টের নজরদারিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিট। পাশাপাশি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের  মামলার তদন্তভারও সিবিয়াইয়ের বিশেষ তদন্তকারী দলের ওপর দেওয়া হয়েছে।

close